অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ | আইসিডিএস নিয়োগ | সরকারী চাকরি | ICDS Recruitment | West Bengal Government Jobs
আইসিডিএস প্রকল্পের অধীনে হাওড়া জেলার আমতা-২ নম্বর ব্লকে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে অঙ্গনওয়াড়ী কর্মী এবং অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকা পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৫৮টি। এর মধ্যে অঙ্গনওয়াড়ী কর্মী পদে শূন্যপদ ৬টি এবং অঙ্গনওয়াড়ী সহায়িকা পদে শূন্যপদ ৫২টি। গ্রাম ভিত্তিক শূন্যপদে নীচে দেওয়া হল।
কারা আবেদন করতে পারেন
- অঙ্গনওয়াড়ী কর্মী পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে আমতা ২ নং প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করা হচ্ছে, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- এই পদের জন্য যিনি আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৫। এক্ষেত্রে বয়সের হিসাব করতে হবে ১লা জানুয়ারী, ২০২২ -এর হিসেবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- অঙ্গনওয়াড়ী কর্মী পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
- অঙ্গনওয়াড়ী সহায়িকা পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাত্কার (ইন্টারভিউ) -এর মাধ্যমে।
- লিখিত পরীক্ষার পূর্ণমান ৯০ এবং সাক্ষাত্কার ১০ নম্বরের।
আবেদন পদ্ধতি
- এ ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞপ্তি তথা আবেদনপত্রটি ডাউনলোড করুন।
- এরপর তার মধ্যে সমস্ত তথ্য ভরাট করে, অন্যান্য নথিপত্রের প্রতিলিপি জুড়ে আবেদনপত্র পাঠাতে হবে শিশু বিকাশ প্রকল্প আধিকারীকের দফতর, আমতা ২ নং সুসংহত শিশু বিকাশ প্রকল্প, বেতাই, হাওড়া।
আবেদনপত্রের সাথে যে নথিপত্র গুলি জমা দিতে হবে
- প্রার্থীর বাসস্থান সংক্রান্ত শংসাপত্র
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
- বয়স সংক্রান্ত শংসাপত্র
- জাতিগত সংক্রান্ত শংসাপত্র
- প্রার্থীর সাম্প্রতিক তোলা ৩ কপি পাসপোর্ট ছবি
- আবেদনকারীর নাম ঠিকানা লেখা ২টি ৬ টাকার ডাক টিকিট দেওয়া খাম।
- এপিক/আধার কার্ড -এর কপি
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য আবেদনপত্র ২৩ শে মে, ২০২২ বিকাল ৪ টার মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।
আরও পড়ুন: –