২৯৭২ শূন্যপদে নিয়োগ করবে পূর্ব রেল – সরকারী চাকরী

পূর্ব রেলের তরফ থেকে সদ্য প্রকাশিত বিজ্ঞাপনে (RRC-ER/Act Apprentices/2021-22 dtd. 29.03.2022)
জানানো হয়েছে, যে মোট ২৯৭২ টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে তারা। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে।  

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে অ্যাপ্রেন্টিস হিসেবে নিম্নলিখিত বিভিন্ন পদ গুলিতে নিয়োগ করা হবে – 
    1. ফিটার
    2. ওয়েল্ডার
    3. মেকানিক্যাল
    4. মেশিনিস্ট
    5. কার্পেন্টার
    6. পেইন্টার
    7. লাইনম্যান
    8. ওয়ারম্যান
    9. রেফ্রিজারেটর এন্ড এসি মেকানিক
    10. ইলেক্ট্রিসিয়ান
    11. মেকানিক মেশিন টূল

মোট শূন্যপদ

  • এক্ষেত্রে মোট শূন্যপদ ২৯৭২ টি। এর মধ্যে ডিভিশন ভিত্তিক শূন্যপদ নিম্নরূপ। 
    ডিভিশনশূন্যপদ
    হাওড়া২৬৭
    লিলুয়া৬১৫
    শিয়ালদহ৫৪৯
    কাঁচরাপাড়া১৮৭
    মালদা১৩৮
    আসানসোল৪১২

 

  • ডিভিশন ভিত্তিক বিভিন্ন পদের শূন্যপদ নীচে দেওয়া হল – 

Howrah

Liluah

Asansol

Kanchrapara

Jamalpur

Malda

Sealdah

 

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ অ্যাপ্রেন্টিস ভিত্তিক। এটি কোনও স্থায়ী নিয়োগ নয়। যদিও যারা সফলভাবে এই অ্যাপ্রেন্টিসশিপ শেষ করবেন, তারা রেলের গ্রুপ ডি পদের চাকরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সে ক্ষেত্রে অবশ্যই তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন নির্ধারিত হারে প্রার্থীরা স্টাইপেণ্ড পাবেন। 

 

আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স

  • উপরে উল্লিখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৫ বছর ও সর্বোচ্চ বয়স ২৪ বছর। 
  • সর্বোচ্চ বয়স সীমার ক্ষেত্রে তফসিলী জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। 

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত

  • আবেদনকারীতে অবশ্যই নূন্যতম ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। 
  • যদিও নিম্নলিখিত পদ গুলির ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে। 
    • ওয়েল্ডার
    • শীট মেটাল ওয়ার্কার
    • লাইনম্যান
    • ওয়ারম্যান
    • কার্পেন্টার
    • পেইন্টার

আবেদন করার জন্য প্রয়োজনীয় কৌশলগত যোগ্যতা

  • আবেদনকারীর উপরে উল্লিখিত যে কোনও একটি ট্রেডের ওপর NCVT/SCVT থেকে প্রাপ্ত ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 

 

আবেদন করার ফি

  • উপরে উল্লিখিত পদ গুলিতে আবেদন করার জন্য ১০০ টাকার ফি জমা দিতে হবে। যদিও তফসিলী জাতি ও উপজাতি, মহিলা, এবং PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনও ফি জমা দিতে হবে না। 
  • এই ফি অনলাইনে জমা করতে হবে। 

আবেদন জমা করার শেষ তারিখ

  • এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ ১০ই মে, ২০২২।

 

আবেদন পদ্ধতি

  • এক্ষেত্রে আবেদন করা যাবে ১১ই এপ্রিল, ২০২২ থেকে। 
  • আবেদন করার জন্য এখানে ক্লিক করে সরকারী ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ড বিভাগে এই নিয়োগ সংক্রান্ত প্রদেয় লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন। 

 

 

আরও পড়ুন: – 

আয়কর দফতরে নিয়োগ – সরকারী চাকরী

 

জেলাভিত্তিক সরকারী চাকরির খবর

Spread the love

1 thought on “২৯৭২ শূন্যপদে নিয়োগ করবে পূর্ব রেল – সরকারী চাকরী”

Leave a Comment

four × four =