ভারতীয় সেনাবাহিনীর ১০১ হেডকোয়ার্টার এরিয়া, শিলং দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যে কয়েকটি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
Contents
hide
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে স্টেনোগ্রাফার – ২, এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৫টি।
ওই পদের বেতনক্রম
- স্টেনোগ্রাফার – গ্রেড ২ পদে বেতনক্রম ২৫,৫৫০ থেকে ৮১,১০০ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে বেতনক্রম ৫,২০০ থেকে ২০,২০০ (পুরাতন বেতন কমিশন অনুযায়ী।
কারা আবেদন করতে পারেন
- যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নীচে বর্ণিত যোগ্যতা আছে, তিনি আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য বয়সসীমা
- এই পদের জন্য যিনি আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ভারত সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও কৌশলগত যোগ্যতা
- স্টেনোগ্রাফার – গ্রেড ২ পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ডিকটেশন শুনে মিনিটে ৩০টি শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে।
- মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- লিখিত পরীক্ষার মধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কল লেটার পাঠিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- এ ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। এর জন্য নীচে দেওয়া সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
- এরপর তার মধ্যে সমস্ত তথ্য ভরাট করে, অন্যান্য নথিপত্রের প্রতিলিপি জুড়ে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় – “To The Establishment Officer, Headquarters 101 Area, Pin – 908101, C/o 99 APO”
আবেদনপত্রের সাথে যে নথিপত্র গুলি জমা দিতে হবে
- শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, ডোমিসাইল শংসাপত্র, জাতিগত শংসাপত্র -এর স্বপ্রত্যয়িত (self-attested) কপি
- প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজ ফটো , যার মধ্যে একটি প্রত্যয়িত (attested) করে আবেদনপত্রের ওপরে ডানদিকে লাগাবেন। অন্যটি আবেদনপত্রের সাথে জুড়ে দেবেন।
- একটি ৯’ X ৪’ মাপের নিজের নাম ঠিকানা লেখা এনভেলপ, সঙ্গে ৪৭ টাকার স্ট্যাম্প।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য আবেদনপত্র ১ লা মে, ২০২২ -এর মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা নীচে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
Army HQ 101 Area Shillong Recruitment
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।