আশা কর্মী পদে প্রচুর নিয়োগ, ইসলামপুর – সরকারী চাকরি

সম্প্রতি ইসলামপুর এসডিও -এর দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, যে আশা কর্মী পদে প্রচুর নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন। 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে ইসলামপুর সাব ডিভিশনের বিভিন্ন ব্লকের অন্তর্গত গ্রাম গুলিতে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। 

 

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় ইসলামপুর ব্লকে শূন্যপদ ১১৪টি, এবং গোয়ালপোখর – ১ ব্লকে শূন্যপদ ১৫টি। এছাড়া গ্রাম ভিত্তিক শূন্যপদের জন্য নীচে দেওয়া সরকারী বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

 

ওই পদের বেতনক্রম

  • একজন আশা কর্মীর বেতন ৪৫০০ টাকা। এছাড়াও তিনি অন্যান্য কয়েকটি ভাতা পান। 

কারা আবেদন করতে পারেন

  • এই পদের জন্য কেবলমাত্র অবিবাহিত/ডিভোর্সি/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। 
  • এছাড়াও যে গ্রামের আশাকর্মী পদের জন্য আবেদন করবেন, প্রার্থীকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন করার জন্য বয়সসীমা

  • এই পদের জন্য যিনি আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়সসীমা ৩০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০। তফসিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নূন্যতম সীমা ২২ বছর। 
  • এ ক্ষেত্রে বয়সের হিসাব করতে হবে ৫ই এপ্রিল, ২০২২ অনুযায়ী। 

 

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • আশা কর্মী পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বসে থাকতে হবে।
  • যেসব মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ যোগ্যতা সম্পন্ন পরীক্ষা গুলিতে উত্তীর্ণ হয়েছেন তাঁদের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্তও নম্বরকেই বিচার করা হবে।  

 

বাছাই পদ্ধতি

  • মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং সাক্ষাত্‍কার (Interview) -এর মধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। 
  • এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে ৯০% ওয়েটেজ এবং সাক্ষাত্‍কারে প্রাপ্ত নম্বরকে ১০% ওয়েটেজ দেওয়া হবে। 
  • যেসব গ্রামে তফসিলী জাতি এবং উপজাতি শ্রেণীর জনসংখ্যার আধিক্য আছে, সেখানে সেই সেই শ্রেণীর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 
  • এছাড়াও গ্রেড -১, গ্রেড -২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা,  প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র জমা করলে অগ্রাধিকার পাবেন।  

আবেদন পদ্ধতি

  • এ ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। এখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করুন। 
  • এরপর তার মধ্যে থাকা Annexure -A ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করে, অন্যান্য নথিপত্রের প্রতিলিপি জুড়ে আবেদনপত্র পাঠাতে হবে যে ব্লকের জন্য আবেদন করছেন, সেই ব্লকের আশা মেম্বার সেক্রেটারি কে সম্বোধন করে। 
  • আবেদনপত্র পাঠাবেন শুধুমাত্র এডি সহ রেজিস্টার্ড পোস্ট বা স্পীড পোস্টের মাধ্যমে। 
  • আবেদনপত্র পাঠানোর এন্ভেলপের ওপর যে ব্লকের জন্য আবেদন করছেন তার নাম লিখতে হবে। 
  • এছাড়াও প্রার্থীরা সরাসরি সংশ্লিষ্ট ব্লক অফিসেও নিজের দরখাস্ত জমা করতে পারেন। 

 

আবেদনপত্রের সাথে যে নথিপত্র গুলি জমা দিতে হবে

  • জন্ম তারিখের শংসাপত্র/ মাধ্যমিক  বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড/মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হয়ে থাকার শংসাপত্র
  • এলাকার বাসিন্দার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড
  • জাতিগত প্রমাণপত্র
  • প্রার্থীদের স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো 

 

আবেদনের শেষ তারিখ

  • এই পদের জন্য আবেদনপত্র ২২ শে এপ্রিল, ২০২২ বেলা ৪ তার মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।

 

অন্যান্য জিজ্ঞাস্য

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান। 

Spread the love

Leave a Comment

7 + thirteen =