আশা কর্মী নিয়োগ 2022 | আশা কর্মী বেতন 2022 | আশা কর্মী নিয়োগ | আশা কর্মী ইন্টারভিউ | আশা কর্মী | আশা কর্মী নিয়োগ 2021 | আশা কর্মী ইন্টারভিউ প্রশ্ন | আশা কর্মী নিয়োগ 2022 পূর্ব বর্ধমান | আশা কর্মী ইন্টারভিউ প্রশ্ন উত্তর | আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ | আশা কর্মী নিয়োগ 2022 পুরুলিয়া
সম্প্রতি মানবাজার, পুরুলিয়া মহকুমাশাসক -এর দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, যে আশা কর্মী পদে প্রচুর নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে মানবাজার মহকুমার বিভিন্ন ব্লকের অন্তর্গত গ্রাম গুলিতে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় ইসলামপুর ব্লকে শূন্যপদ ৪০টি। এছাড়া গ্রাম ভিত্তিক শূন্যপদের বিবরণ নীচে দেওয়া হলো।
ওই পদের বেতনক্রম
- একজন আশা কর্মীর বেতন ৪,৫০০ টাকা। এছাড়াও তিনি অন্যান্য কয়েকটি ভাতা পান।
কারা আবেদন করতে পারেন
- এই পদের জন্য কেবলমাত্র অবিবাহিত/ডিভোর্সি/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। এছাড়াও যে গ্রামের আশাকর্মী পদের জন্য আবেদন করবেন, প্রার্থীকে সেই গ্রামের/মৌজার বাসিন্দা হতে হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- এই পদের জন্য যিনি আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়সসীমা ৩০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০। তফসিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নূন্যতম সীমা ২২ বছর।
- এ ক্ষেত্রে বয়সের হিসাব করতে হবে ১লা জানুয়ারী, ২০২২ অনুযায়ী।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- আশা কর্মী পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বসে থাকতে হবে। যেসব মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ যোগ্যতা সম্পন্ন পরীক্ষা গুলিতে উত্তীর্ণ হয়েছেন তাঁদের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্তও নম্বরকেই বিচার করা হবে।
বাছাই পদ্ধতি
- মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং সাক্ষাত্কার (Interview) -এর মধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
- যেসব গ্রামে তফসিলী জাতি এবং উপজাতি শ্রেণীর জনসংখ্যার আধিক্য আছে, সেখানে সেই সেই শ্রেণীর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- এছাড়াও গ্রেড -১, গ্রেড -২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র জমা করলে অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি
এ ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা সংশ্লিষ্ট আবেদনপত্রটি নিজের হাতে পূরণ করে নিচে দেওয়া নথিপত্রগুলি জুড়ে জমা করবেন “To The Block Development Officer, ______ Development Block, At ______ B.D.O Office, At ______, P.O. _______ P.S. ______, Dist: Purulia, (W.B.) – এই ঠিকানায়। আবেদনপত্র যে খামে ভরবেন তার ওপর লিখবেন, “APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for ……………………… and name of area (village) ……………………”। আবেদনপত্র শুধুমাত্র রেজিস্টার্ড পোস্ট অথবা হাতেহাতেই জমা করা যাবে।
আবেদনপত্রের সাথে যে নথিপত্র গুলি জমা দিতে হবে
- জন্ম তারিখের শংসাপত্র/ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড/মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হয়ে থাকার শংসাপত্র
- এলাকার বাসিন্দার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড
- জাতিগত প্রমাণপত্র
- প্রার্থীদের দু কপি পাসপোর্ট মাপের ফটো
- নিজের নাম, ঠিকানা লেখা ৫ টাকার স্ট্যাম্প সহ এনভেলপ
- আইনগত ভাবে বিবাহের/বিধবা/আইনত বিচ্ছিন্ন হওয়ার স্বপ্রত্যয়িত প্রমাণপত্র
- উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ এবং গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা/প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ শংসাপত্র।
আবেদনের শেষ তারিখ
এই পদের জন্য আবেদনপত্র ৫ই সেপ্টেম্বর, ২০২২ বেলা ৩ টার মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।