ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই পোস্টে।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিষ্টেম) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ০১ টি।
ওই পদের বেতন
- এই পদে নিযুক্ত প্রার্থীকে ২৭,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
- এছাড়াও প্রতিষ্ঠান-এর নিয়ম অনুযায়ী তিনি কনভেয়ান্স ভাতা এবং টেলিফোন ভাতা, এবং গোষ্ঠী মেডিক্লেম পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ইলেক্ট্রনিক্স এন্ড ক্ম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক্স এবং টেলি ক্ম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইনফর্মেশন টেকনোলজি -তে B.E./ B. Tech. / B.Sc অথবা সমতুল্য় ডিগ্রি থাকতে হবে।
- অথবা AICTE/ WBSCTE এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MCA ডিগ্রি করা থাকতে হবে।
আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা ১লা জানুয়ারী, ২০২২ -এর হিসেবে নূন্যতম ২১ বছর ও সর্বোচ্চ ৪০।
বাছাই প্রক্রিয়া
- এই পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও তারপর সাক্ষাত্কার (Interview) হবে। সাক্ষাত্কার -এর সময় প্রার্থীর নথিপত্র যাচাই করা হবে।
আবেদন জমা করার শেষ তারিখ
- এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ ১৩.০৪.২০২২।
আবেদন পদ্ধতি
- যোগ্য প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য https://www.wbphidcl.com/ -এই ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment‘ বিভাগে ঢুকে ‘Apply Now’ বিকল্পে ক্লিক করে আবেদন করতে হবে।
- ‘Apply Now’ বিকল্পে ক্লিক করলে একটি গুগল ফর্ম খুলবে। সেখানে সমস্ত তথ্য ভরাট করতে হবে। ওই সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো, এবং সাক্ষর আপলোড করতে হবে।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।