বেশ কয়েকটি পদে নিয়োগ | শ্রী অরবিন্দ  সান্ধ্য কলেজে সরকারী চাকরি

দিল্লির শ্রী অরবিন্দ  সান্ধ্য কলেজে বেশ কয়েকটি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।  

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে। 
  1. লাইব্রেরিয়ান
  2. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট
  3. Tabla Accompanist
  4. ল্যাব এটেনডেণ্ড

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৫টি। এর মধ্যে লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ১টি, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট পদে শূন্যপদ ১ টি, Tabla Accompanist পদে শূন্যপদ ১ টি, এবং ল্যাব এটেনডেণ্ড পদে শূন্যপদ ২ টি। এর মধ্যে ১টি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

 

ওই পদের বেতনক্রম

  • লাইব্রেরিয়ান পদে বেতনক্রম ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ (পে লেভেল ১০), সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট পদে বেতনক্রম ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ (পে লেভেল ৭), Tabla Accompanist পদে বেতনক্রম ২৫,৫০০ থেকে ৮১,১০০ (পে লেভেল ৪), এবং ল্যাব এটেনডেণ্ড পদে বেতনক্রম ১৮,০০০ থেকে ৫৬,৯০০ (পে লেভেল ১)। 

কারা আবেদন করতে পারেন

  • যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নীচে বর্ণিত যোগ্যতা আছে, তিনি আবেদন করতে পারবেন।  

আবেদন করার জন্য বয়সসীমা

  • সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫। 
  • Tabla Accompanist পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫।
  • ল্যাব এটেনডেণ্ড পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০। 
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ভারত সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবেন।  

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও কৌশলগত যোগ্যতা

  • প্রত্যেকটি পদের জন্য বিভিন্ন যোগ্যতা স্থির করা হয়েছে। আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা জানার জন্য নীচে দেওয়া সরকারী বিজ্ঞপ্তিটি দেখুন। 

বাছাই পদ্ধতি

  • লিখিত পরীক্ষার মধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

 

আবেদনের শেষ তারিখ

  • এই পদের জন্য আবেদনপত্র ১৩ই এপ্রিল, ২০২২ -এর মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।

 

অন্যান্য জিজ্ঞাস্য

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

three × 2 =