ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ, রুরকি তে গ্রুপ সি এবং এমটিএস -এর বিভিন্ন পদে প্রচুর নিয়োগ হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্ট। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে –
- লোয়ার ডিভিশন ক্লার্ক
- স্টোরকীপার
- সিভিল ট্রেড ইন্সট্রাকটর
- কুক
- এমটিএস (ওয়াচম্যান)
- এমটিএস (গার্ডেনার)
- এমটিএস (সাফাইওয়ালা)
- লস্কর
- ওয়াশারম্যান
- বার্বার
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৫২ টি। পদ অনুযায়ী শূন্যপদ নীচে দেওয়া হল।
পদের নাম | শূন্যপদ |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ৪ |
স্টোরকীপার | ৩ |
সিভিল ট্রেড ইন্সট্রাকটর | ৩ |
কুক | ১৯ |
এমটিএস (ওয়াচম্যান) | ৫ |
এমটিএস (গার্ডেনার) | ৫ |
এমটিএস (সাফাইওয়ালা) | ৪ |
লস্কর | ২ |
ওয়াশারম্যান | ৩ |
বার্বার | ৪ |
ওই পদের বেতনক্রম
- এই পদে নিযুক্তদের লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোরকীপার, সিভিল ট্রেড ইন্সট্রাকটর, কুক পদের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের দ্বিতীয় ধাপের (১৯,৯০০ থেকে শুরু) বেতন দেওয়া হবে। এছাড়া সাথে অন্যান্য যোগ্য ভাতা গুলিও দেওয়া হবে।
- বাকি পদ গুলিতে, সপ্তম বেতন কমিশনের প্রথম ধাপের (১৮,০০০ থেকে শুরু) বেতন দেওয়া হবে। এছাড়া সাথে অন্যান্য যোগ্য ভাতা গুলিও দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- ওপরের সব পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
- ভারত সরকারের সংরক্ষণ নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | এই যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন |
লোয়ার ডিভিশন ক্লার্ক | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | হিন্দিতে ঘণ্টায় ৩০ টি এবং ইংরেজিতে ঘণ্টায় ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা |
স্টোরকীপার | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে |
|
সিভিল ট্রেড ইন্সট্রাকটর | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে, সাথে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে | |
কুক | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে, সাথে ভারতীয় রন্ধন বিষয়ে জ্ঞান থাকতে হবে | |
এমটিএস (ওয়াচম্যান) | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
এমটিএস (গার্ডেনার) | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
এমটিএস (সাফাইওয়ালা) | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
লস্কর | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
ওয়াশারম্যান | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
বার্বার | কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে | এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা |
বাছাই পদ্ধতি
- এই পদ গুলিতে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা ও পরে দক্ষতা যাচাই -এর পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় নীচে দেওয়া বিষয়ের ওপর প্রশ্ন আসবে।
আবেদন পদ্ধতি
- এ ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য ওপরে দেওয়া সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
- তার মধ্যে থাকা Annexure -A, Annexure -A, এবং Annexure -C বরাত করে, অন্যান্য নথিপত্রের প্রতিলিপি জুড়ে আবেদনপত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়, “Commandant Bengal Engineer Group and Centre, Roorkee (Uttarakhand)- 247667“
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০.০৪.২০২২।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা নীচে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
Bengal Engineer Group Recruitment 2022
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।