ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চুড়ান্ত হয়রানির শিকার হতে হলো বাঙালী সন্তানকে, করতে হলো হাজতবাস। বিস্তারিত জানতে পুরোটা পড়ুন।
ভিনরাজ্যে কাজের খোঁজে বাঙালী
গত বছরের জুন মাসে, পলাশ অধিকারী এবং তাঁর স্ত্রী শুক্লা অধিকারী তাদের শিশু সন্তানকে নিয়ে তুলনামূলক ভালো কর্মের সন্ধানে পাড়ি দিয়েছিলেন কর্ণাটকের বেঙ্গালুরুতে। কিন্তু কাজের সন্ধানে এসে যে এইভাবে ভোগান্তির শিকার হতে হবে, তা বোধহয় তাদের কেউই ভাবতে পারেন নি।
বেঙ্গালুরু যাওয়ার পর এই বাঙালী দম্পতি সুলিবেলি নামক এক গ্রামে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে কাজ শুরু করেন। কিন্তু এর কিছুদিনের মধ্যেই ঘটলো বিপত্তি। গত বছরের ২৭শে জুলাই পুলিশ তাদের বাংলাদেশী নাগরিক সন্দেহে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিদেশী আইনে (Foreigners Act) -এ মামলা রুজু হয়। এই আইন সরকারকে ভারতে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা সীমিত করার ক্ষমতা দেয়।
দম্পতির পরিবারের দাবি, এই ঘটনার পর তাঁদের তরফ থেকে পুলিশকে ওই দুই জনের ভোটার কার্ড, রেশন কার্ড, এবং প্যান কার্ড দেওয়া হয়, যাতে তারা যে আসলেই ভারতীয় এ ব্যপারে পুলিশ নিশ্চিত হতে পারে। যদিও বেঙ্গালুরু পুলিশের দাবি, গ্রেফতারের সময়, ওই দম্পতি কোনও কার্যকরী নথি দেখতে পারেননি।
শেষমেষ গত দশ মাস জেল বন্দী থাকার পর গত বৃহস্পতিবার আদালত তাঁদের দুইজনের জামিন মঞ্জুর করেছেন। দুইজন শুক্রবার হাওড়ায় এসে পৌঁছেছেন। পলাশ অধিকারী এবং তাঁর স্ত্রী শুক্লা অধিকারী পূর্ব বর্ধমান জেলার তেলি গ্রামের বাসিন্দা।
নতুন নতুন তথ্য ও খবর জানতে আমাদের ওয়েবসাইটির জন্য নোটিফিকেশন চালু করে রাখুন।