বীরভূম জেলায় বিভিন্ন পদে প্রচুর লোক নেওয়া হবে। বীরভূম জেলা বিচারপতির দফতর কতৃক বিজ্ঞাপন জারি করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে: –
- ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড – III
- বেঙ্গলি ট্রান্স্লেটর
- লোয়ার ডিভিশন ক্লার্ক
- প্রসেস সার্ভার
- পিওন/নাইটগার্ড
কারা আবেদন করতে পারবেন
- যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নিম্নলিখিত যোগ্যতা আছে তিনি আবেদন করতে পারেন।
মোট শূন্যপদ, বয়সসীমা এবং যোগ্যতা
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা ৯৩। পদ ভিত্তিক শূন্যপদ নিচে দেওয়া হল: –
পদের নাম | শূন্যপদের সংখ্যা | বয়সসীমা | যোগ্যতা |
ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড – III | ৫ | ১৮ থেকে ৩৯ বছর |
|
বেঙ্গলি ট্রান্স্লেটর | ৩ | ১৮ থেকে ৩৯ বছর |
|
লোয়ার ডিভিশন ক্লার্ক | ২৮ | ১৮ থেকে ৪০ বছর |
|
প্রসেস সার্ভার | ৮ | ১৮ থেকে ৪০ বছর |
|
পিওন/নাইটগার্ড | ৪৯ | ১৮ থেকে ৪০ বছর |
|
- সংরক্ষণ নীতি অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
- প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
- বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারে অধীনে স্টেনোগ্রাফার পদে কর্মরত প্রার্থী যারা স্টেনোগ্রাফার গ্রেড – III পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনও সর্বোচ্চ বয়সসীমা নেই।
- এছাড়া একজন প্রার্থী কেবলমাত্র একটি শূন্যপদের জন্যই আবেদন করতে পারবেন।
বাছাই পদ্ধতি
- লিখিত পরীক্ষা, দক্ষতা যাচাই (Skill Test), এবং সাক্ষাত্কার (ইন্টারভিউ) -এর মধ্যমে প্রার্থী বাছাই হবে। এবিষয়ে বিস্তারিত জানতে নীচে দেওয়া সরকারী বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন পদ্ধতি
- এই আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে হবে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীরা drcbirbhum2022.in -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
আবেদন করার সময় যে নথিগুলির প্রয়োজন হবে
- প্রার্থীর ছবি,
- প্রার্থীর স্বাক্ষর
- প্রার্থীর বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র
- কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
- বর্তমানে যেখানে চাকরি করছেন সেখান থেকে NOC
আবেদন করার শেষ তারিখ
- এ ক্ষেত্রে আবেদন করার এবং ফি জমা করা যাবে ১২ই মে, ২০২২ রাত ১১.৩০ অবধি।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।