ভারত সরকারের National Programme on Antimicrobial Resistance Containment – এর অধীনে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১টি।
নিয়োগের ধরণ
- এই নিয়োগ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক। ওপরে উল্লিখিত প্রোগ্রামটি মূলত ১ বছরের। যদিও পরবর্তীতে এর সময়সীমা বৃদ্ধি হতে পারে।
এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা | বেতনক্রম |
|
| মাসিক ১২,০০০ টাকা |
বাছাই পদ্ধতি
- জমা হওয়া আবেদনপত্রগুলি থেকে শর্টলিস্ট করে প্রার্থীদের ইমেল বা ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ -এর জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি
- নীচে দেওয়া আবেদনপত্রের বয়ান প্রিন্ট করে নিয়ে বা টাইপ করে, তাতে সমস্ত তথ্য ভরে, To The Director, School of Tropical Medicine, Kolkata – 108, C.R. Avenue, Kolkata – 73 -এই ঠিকানা স্পীড পোস্ট বা কুরিয়ার -এর মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে, অথবা ওই অফিসের Application Dropbox -এ আবেদনপত্র জমা করে আসতে হবে।
- আবেদনপত্র যে এনভেলপে ভরবেন সেখানে বিজ্ঞপ্তির মেমো নম্বর, সিরিয়াল নম্বর, এবং যে পদের জন্য আবেদন করছেন তা উল্ল্যেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি দেবেন
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত প্রতিলিপি
- পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি
- কাজের অভিজ্ঞতার স্বপ্রত্যয়িত প্রতিলিপি
- অতিরিক্ত কোনও যোগ্যতা থাকলে তার স্বপ্রত্যয়িত প্রতিলিপি
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য আবেদনপত্র ১৬ই এপ্রিল, ২০২২ অবধি জমা করা যাবে।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি (এবং খসড়া আবেদনপত্রটি) ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।