ক্লার্ক পদে লোক নেওয়া হবে। দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ -এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- ৪টি।
নিয়োগের ধরণ
- এই নিয়োগ চুক্তিভিত্তিক। এক্ষেত্রে যিনি কাজে যোগ দেবেন তাঁর সঙ্গে ১ বছরের চুক্তি হবে।
কারা আবেদন করতে পারবেন
- অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা আবেদন করতে পারেন।
এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ -এর মধ্যে হতে হবে।
- এই পদের জন্য মাসিক ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
- এছাড়াও প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন -এর জ্ঞান, এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট -এ কাজ করার জ্ঞান থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই প্রার্থী বাছাই হবে।
আবেদন পদ্ধতি
- আপনার বায়ো ডাটা নিয়ে Digha Sankarpur Development Authority, PO – Digha New Township, Dist – Purba Medinipur, Pin – 721463 -এই দফতরে ২৬শে এপ্রিল, ২০২২, বেলা ১২.৩০ টার সময় ইন্টারভিউ দিতে যাবেন।
আবেদনপত্র/বায়োডাটার সঙ্গে যে নথিগুলি নিয়ে আসবেন
- আপনার ছবি
- সমস্ত নথিপত্রের আসল
- সমস্ত নথিপত্রের প্রতিলিপি (Xerox)।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।