ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ – মুর্শিদাবাদ জেলায় চাকরি

মুর্শিদাবাদ জেলার ভরতপুর – ১ নম্বর ব্লকে মিড ডে মিল কর্মসূচীর জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে  নিয়োগ করা হবে। 

 

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১টি।

 

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ চুক্তিভিত্তিক। 

 

এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাবয়সসীমাবেতনক্রম
  • যে কোনও বিষয়ে স্নাতক
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন -এ সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ 
  • নূন্যতম বয়সসীমা ২১ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
  • তফসিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের এবং অন্যান্য অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাওয়া যাবে 
মাসিক ১১,০০০ টাকা

 

বাছাই পদ্ধতি

  • লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং মৌখিক -এর  এবং মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
  • মোট ১০০ নম্বরের পরীক্ষায়, লিখিত পরীক্ষার নম্বর ৭০, কম্পিউটার দক্ষতায় ২০, এবং মৌখিক – ১০ নম্বর থাকবে।   

 

আবেদন পদ্ধতি

  • নীচে দেওয়া আবেদনপত্রের বয়ান প্রিন্ট করে নিয়ে বা টাইপ করে, তাতে সমস্ত তথ্য ভরে, ভরতপুর – ১ নম্বর ব্লক দফতরে এই আবেদনপত্র জমা নেওয়ার জন্য নির্দিষ্ট করা ড্রপবক্সে আবেদনপত্র জমা করতে হবে। 

 

আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি দেবেন

  • আপনার শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত প্রতিলিপি
  • ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি
  • নিজের সই করা ৪ কপি পাসপোর্ট মাপের ফটো
  • মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রতিলিপি
  • নিজের নাম, ঠিকানা লেখা দুটি এনভেলপ

 

আবেদনের শেষ তারিখ

  • এই পদের জন্য আবেদনপত্র ১৮ শে এপ্রিল, ২০২২ -বিকাল ৫.৩০ টা অবধি জমা করা যাবে।

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

two + eighteen =