ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নেওয়া হবে। আলিপুরদুয়ার জেলাশাসকের দফতর কতৃক বিজ্ঞাপন জারি করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- ১ টি ।
নিয়োগের ধরণ
- এই নিয়োগ চুক্তিভিত্তিক।
কারা আবেদন করতে পারবেন
- যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নিম্নলিখিত যোগ্যতা আছে তিনি আবেদন করতে পারেন।
এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং যোগ্যতা
- এই পদের জন্যই মাসিক ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্ল্যেখ করা হয়নি।
- আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন -এ ‘ও’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- প্রার্থী বাছাই কিভাবে হবে সে ব্যপারে কিছু উল্ল্যেখ করা হয়নি।
আবেদন পদ্ধতি
- নীচে দেওয়া আবেদনপত্র তথা বায়ো ডাটার বয়ানটি প্রিন্ট করে নিয়ে বা টাইপ করে, তাতে সমস্ত তথ্য ভরে, এবং নীচে বর্ণিত নথিগুলি দিয়ে ”District Magistrate & Chairman District Selection Committee, Dooars Kanya, 2nd Floor, and Room No. 212, Alipurduar – 736122” এই ঠিকানায় ৭ই মে বেলা ৩ টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র/বায়োডাটার সঙ্গে যে নথিগুলি দেবেন
- এই পদের জন্য আবেদন করতে যে যোগ্যতা নির্ধারিত করা হয়েছে তার সপক্ষে সমস্ত নথিপত্রের ১ কপি করে স্বপ্রত্যয়িত প্রতিলিপি।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।