আপনি যদি চাকরি প্রার্থী হোন, তাহলে আপনার জেলায় কোনও সরকারী পদে নিয়োগ হতে চলেছে কিনা তা জানা অত্যন্ত আবশ্যক। পশ্চিমবঙ্গের জেলা গুলিতে বিভিন্ন সময়ে নানা ধরণের পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। এই পদগুলির মধ্যে কিছু যেমন চুক্তিভিত্তিক নিয়োগ থাকে, তেমনি আবার স্থায়ী পদেও নিয়োগ হয়। এ ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা অত্যন্ত কম থাকে। এছাড়া অনেকেই এই নিয়োগ গুলি সম্বন্ধে জানতেই পারেন না, কারণ বেশীর ভাগ বড় বড় পোর্টাল গুলি বা চাকরির খবর সংক্রান্ত সংবাদপত্র গুলি এই নিয়োগ গুলি নিয়ে খবর করেন না। তবে আপনি যদি সরকারী চাকরি প্রার্থী হোন, তাহলে আপনার অবশ্যই জেলাভিত্তিক নিয়োগ গুলিতে আবেদন করা উচিত।
জেলাভিত্তিক সরকারী চাকরির খবর কিভাবে জানবেন
- পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলারই একটি সরকারী ওয়েবসাইট আছে। জেলাভিত্তিক নিয়োগ গুলির খবর এই সকল ওয়েবসাইট -এ পাওয়া যায়। এখানেই সমস্ত তথ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়।
- এর জন্য আপনি যে জেলার নিয়োগ দেখতে চান, সেই জেলার ওয়েবসাইট-এ গিয়ে নিয়োগ (Recruitment) বিভাগে যেতে হবে। যদি কোনও নিয়োগ প্রক্রিয়া চালু থাকে, তাহলে সেখানে দেখতে পাবেন।
কিভাবে জেলাভিত্তিক সরকারী চাকরির খবর দেখবেন
- ধরা যাক আপনি উত্তর চব্বিশ পরগনার নিয়োগ সম্বন্ধে জানতে চান। তাহলে, প্রথমেই জেলার সরকারী ওয়েবসাইট http://north24parganas.gov.in/ -তে যাবেন। এরপর সেখানে ‘Recruitment’ বিভাগে ক্লিক করবেন। সুবিধার জন্য নীচের ছবিগুলি দেখতে পারেন।
- এমনিভাবেই যে জেলায় নিয়োগের বিষয়ে জানতে চান, খুব সহজেই জেনে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সরকারী ওয়েবসাইট -এর তালিকা
- আপনাদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের সব কয়টি জেলার সরকারী ওয়েবসাইট -এর তালিকা নীচে দেওয়া হল। যে জেলার খবর জানতে চান, সেই জেলার ওপর ক্লিক করুন।
এইসব ওয়েবসাইটে প্রকাশিত সরকারী চাকরীর বিজ্ঞপ্তি গুলিতে আবেদন করার সময়সীমা খুবই কম থাকে। তাই সম্ভব হলে প্রায়শই এই ওয়েব সাইট গুলি ভিজিট করুন।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।