ভারত সরকারের সংস্থা ECGC প্রবেশনারী অফিসার পদে বেশ কয়েক জনকে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে প্রবেশনারী অফিসার (Probationary Officer) নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৭৫টি। এর মধ্যে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৩৪টি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ১৩টি, তফসিলী জাতির প্রার্থীদের জন্য ১১টি, তফসিলী উপজাতি প্রার্থীদের জন্য ১০টি, এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর (EWS) জন্য ৭টি পদ সংরক্ষিত।
ওই পদের বেতনক্রম
- এই পদে নিযুক্তদের বেতনক্রম হবে ৫৩৬০০-২৬৪৫(১৪)-৯০৬৩০-২৮৬৫(৪)-১০২০৯০। এছাড়াও তাঁরা অন্যান্য ভাতা পাবেন।
- বর্তমানে যদি এই পদে কেউ মুম্বাই শহরে কর্মরত হন, তাঁর বার্ষিক বেতন ১৬ লক্ষ টাকা।
কারা আবেদন করতে পারেন
- যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নীচে বর্ণিত যোগ্যতা আছে, তিনি আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য বয়সসীমা
- ECGC -এর প্রবেশনারী পদে আবেদনের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ২১ এবং ৩০ বছর।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ভারত সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- ECGC -এর প্রবেশনারী পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduation) উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কার (Interview) -এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষার দুটি ধাপ – MCQ ভিত্তিক অনলাইন পরীক্ষা, এবং বর্ণনা ভিত্তিক পরীক্ষা (Descriptive)।
- লিখিত পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হল –
পরীক্ষা কেন্দ্র
- সারা ভারতবর্ষের মোট ২২টি শহরে পরীক্ষা হবে। পূর্ব ভারতে কলকাতা, রাঁচী, পাটনা, ভুবনেশ্বর ইত্যাদি শহরেও পরীক্ষা হবে।
পরীক্ষা সুচি
- এই নিয়োগের জন্য অনলাইন লিখিত পরীক্ষা হবে ২৯শে মে, ২০২২।
- ১৫-১৯ শে জুনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে।
- জুলাই/আগস্ট মাসে ইন্টারভিউ হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন করার জন্য এখানে ক্লিক করে ECGC -এর ওয়েবসাইটে যান।
- এরপর ‘Link for Online Registration’ বিকল্পে ক্লিক করুন। তারপর “CLICK HERE FOR NEW REGISTRATION” বিকল্পে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন সম্পুর্ণ করুন। তারপর নির্দেশ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ করুন।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য আবেদনপত্র ২০ শে এপ্রিল, ২০২২ -এর মধ্যে অনলাইনে জমা করতে হবে।
আবেদনের ফি
- SC, ST, এবং PBWD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার ফি ১৭৫ টাকা।
- অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার ফি ৮৫০ টাকা।
অন্যান্য জিজ্ঞাস্য
- মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তফসিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের কে এই পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।