কলকাতা কর্পোরেশনের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য পুরুষ, এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই পোস্টে।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৬ টি। এর মধ্যে অসংরক্ষিত শ্রেণীর জন্য শূন্যপদ ৩টি, অসংরক্ষিত (প্রতিবন্ধী) শ্রেণীর জন্য শূন্যপদ ১টি, এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (এ) -এর জন্য শূন্যপদ ২টি।
ওই পদের বেতনক্রম
- এই পদে যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের রাজ্য সরকারের বেতন ক্রমের একাদশ পর্যায়ের বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা ১লা জানুয়ারী, ২০২২ -এর হিসেবে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।
- তফসিলী জাতি ও উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ৩ বছর ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ৫ বছর -এর ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Food Technology/ Diary Technology/ Bio-Technology/ Oil Technology/ Agricultural Science/ Veterinary Sciences/ Bio-Chemistry/ Micro-Biology অথবা কেমিস্ট্রি তে মাস্টার্স ডিগ্রি/ Degree in Medicine- এর মধ্যে যেকোনো একটি ডিগ্রি করা থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- এই পদের জন্য দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- প্রথম ধাপ – ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা। ২.৩০ ঘন্টার এই পরীক্ষা MCQ ধরনের। এই পরীক্ষায় ১৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বয়ের নেগেটিভ মার্কিং থাকবে।
- দ্বিতীয় ধাপ – ৬০ নম্বরের ব্যক্তিত্ব যাচাই (Personality Test)।
আবেদন করার ফি
- অসংরক্ষিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি ১৫০ টাকা এবং তফসিলী জাতি, উপজাতি, এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা।
আবেদন পদ্ধতি
- এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৬.০৪.২০২২।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।