সরকারী চাকরী – কলকাতা হাইকোর্টে নিয়োগ

কলকাতা হাইকোর্টে ব্যক্তিগত সহায়ক (P.A.) বা স্টেনোগ্রাফার (Stenographer) পদে নিয়োগের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন – যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সকল বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। সব কিছু ভালো ভাবে জানতে এই পোস্টটি মন দিয়ে শেষ অবধি পড়ুন। 

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে সহায়ক (P.A.) বা স্টেনোগ্রাফার (Stenographer) পদে নিয়োগ করা হবে। এটি একটি গ্রুপ সি পদ। 

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১৭। এর মধ্যে ১৪ টি শূন্যপদ বর্তমানে উপলদ্ধ এবং বাকি ৩ টি শূন্যপদ শীঘ্র তৈরী হবে। শ্রেণীগত ভিত্তিতে শূন্যপদের সংখ্যা নিম্নরূপ: – 
শ্রেণীশূন্যপদের সংখ্যা
অসংরক্ষিত০৫
অসংরক্ষিত (বিশেষ ছাড়প্রাপ্ত শ্রেণী)০৩
অসংরক্ষিত (প্রতিবন্ধী)০১
তফসিলী জাতি০৩
তফসিলী উপজাতি০১
তফসিলী জাতি (বিশেষ ছাড়প্রাপ্ত শ্রেণী)০১
অন্যান্য অনগ্রসর জাতি (এ)০১
অন্যান্য অনগ্রসর জাতি (বি)০১
অন্যান্য অনগ্রসর জাতি (এ) (বিশেষ ছাড়প্রাপ্ত শ্রেণী)০১
সমষ্টি১৭

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ শুরুতে অস্থায়ী রূপে হবে, যদিও এর স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  

 

ওই পদের বেতন কাঠামো

  • এই পদের জন্য বেতন কাঠামোর নবম পর্যায়ের বেতন দেওয়া হবে, যা কিনা ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ অবধি। এক্ষেত্রে নিয়োগের শুরুতে মূল বেতন হবে ৩২,৫০০ টাকা, এবং এর সাথে অন্যান্য ভাতা যুক্ত হবে। 

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন
    • আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। 

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় কৌশলগত যোগ্যতা

    • আবেদনকারীর শর্টহ্যাণ্ড এবং টাইপিং -এ যথাক্রমে মিনিটে ১২০ ও ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 
    • এছাড়াও আবেদনকারীর কম্পিউটার চালানোয় প্রাথমিক ধারণা থাকতে হবে।

 

আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স

  • উক্ত পদের জন্য আবেদনের নূন্যতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৮ এবং ৩২ বছর। সর্বোচ্চ বয়সের হিসাব ১লা জানুয়ারী ২০২২ -এর হিসাবে করতে হবে। 
  • শুধুমাত্র পশ্চিমবঙ্গের তফসিলী জাতি ও উপজাতি প্রার্থীরাই সর্বোচ্চ  বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন। 
  • এছাড়া প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সের সীমা ৪৫ বছর। 

 

আবেদন করার ফি

  • এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আবেদনপত্রের সাথে ৮০০ টাকার পোস্টাল অর্ডার জমা করতে হবে। 
  • যদিও পশ্চিমবঙ্গের তফসিলী জাতি, তফসিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকার পোস্টাল অর্ডার জমা করলেই হবে। 
  • এই পোস্টাল অর্ডার Registrar General, High Court, Calcutta -এর নামে কাটতে হবে এবং GPO Calcutta -তে প্রদেয় হতে হবে। 

 

আবেদন করার প্রক্রিয়া 

  • ”Registrar General, High Court, Calcutta” – এই সম্বোধনে আবেদনপত্র পাঠাতে হবে।
  • আবেদন করার জন্য একটি সাদা কাগজে বা টাইপ করে (আকার ৮.৫ X ১৪) নীচের তথ্যগুলি দিয়ে দরখাস্ত জমা দিতে হবে – 
    1. আবেদনকারীর নাম
    2. আবেদনকারীর পিতা/স্বামীর নাম
    3. শ্রেণী
    4. জন্ম তারিখ
    5. ০১.০১.২০২২ -এর হিসাবে বয়স
    6. ঠিকানা (বর্তমান ও স্থায়ী)
    7. মোবাইল নম্বর (আবশ্যক)
    8. ইমেল আইডি (আবশ্যক)
    9. শিক্ষাগত যোগ্যতা
    10. অন্যান্য যোগ্যতা
    11. কম্পিউটার যোগ্যতা
    12. শর্টহ্যাণ্ড ও টাইপিং -এ গতি
    13. যদি তফসিলী জাতি, তফসিলী উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি (এ), অন্যান্য অনগ্রসর জাতি (বি), প্রতিবন্ধী (অন্ধত্ব/ক্ষীণ দৃষ্টি) -এর অন্তর্ভূক্ত হন
    14. বিশেষ ছাড়প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভূক্ত হলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ থেকে জারি করা পরিচয়পত্র উল্ল্যেখ করুন
    15. বর্তমানে কোথাও চাকরীরত থাকলে সেখানে যোগ দেওয়ার তারিখ এবং এনওসি (NOC)
    16. আবেদনপত্রের সাথে জমা দেওয়া ফি -এর বিবরণ (পোস্টাল অর্ডার -এর তারিখ, নম্বর, এবং পরিমাণ)
  • এইসব বিবরণ দিয়ে আবেদনপত্র তৈরী করতে হবে। এক্ষেত্রে খামের নীচে বাম দিকে, যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার নাম এবং আবেদনকারীর শ্রেণী উল্ল্যেখ করতে হবে। 

আবেদন জমা করার শেষ তারিখ

  • উপরিল্লিখিত ঠিকানায় আবেদনপত্র ১২ই এপ্রিল বিকাল ৪.৩০ -এর মধ্যে পৌঁছে যেতে হবে। 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে কলকাতা হাইকোর্টের সরকারী নোটিশ দেখুন। 

 

আরও পড়ুন: – 

২৯৭২ শূন্যপদে নিয়োগ করবে পূর্ব রেল – সরকারী চাকরী

আয়কর দফতরে নিয়োগ – সরকারী চাকরী

Spread the love

1 thought on “সরকারী চাকরী – কলকাতা হাইকোর্টে নিয়োগ”

Leave a Comment

1 × one =