মহিলাদের জন্য চাকরীর সুযোগ – বেতন ৩০,০০০ টাকা

আপনি যদি সরকারী চাকরী প্রার্থী হোন, এবং বিশেষ করে মহিলা হোন, তাহলে আপনার জন্য খুশীর খবর।  জলপাইগুড়ি জেলাশাসকের দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সবকিছু ভালোভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন। 

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে: –

  • সেন্টার অ্যাডমিনিষ্ট্রেটর
  • কেস ওয়ার্কার

 

কারা আবেদন করতে পারবেন

  • জলপাইগুড়ি জেলার যে কোনও মহিলা নাগরিক যাঁর নিম্নলিখিত যোগ্যতা আছে তিনি আবেদন করতে পারেন।

 

মোট শূন্যপদ, বয়সসীমা এবং যোগ্যতা

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, এবং যোগ্যতা নিচে দেওয়া হল: –
পদের নামশূন্যপদবয়সসীমাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা
সেন্টার অ্যাডমিনিষ্ট্রেটর১লা জানুয়ারী, ২০২২ -এর হিসেবে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ 
  1. যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট বা তার সমতুল উত্তীর্ণ। 
  2. কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং এম এস অফিসে পারদর্শিতা। 
  3. বাংলা ভাষায় পড়া, লেখা, এবং কথা বলার ক্ষমতা। 
  4. ইংরেজি ভাষায় পড়া, লেখার ক্ষমতা। 
সামাজিক/মহিলা জনিত কাজে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা 
কেস ওয়ার্কার১০-০৫-২০২২ -এর হিসেবে সর্বোচ্চ বয়সসীমা ৩৫
  1. যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট বা তার সমতুল উত্তীর্ণ। 
  2. কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং এম এস অফিসে পারদর্শিতা। 
  3. বাংলা ভাষায় পড়া, লেখা, এবং কথা বলার ক্ষমতা। 
  4. ইংরেজি ভাষায় পড়া, লেখার ক্ষমতা। 
সামাজিক/মহিলা জনিত কাজে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা 

বেতন

  • সেন্টার অ্যাডমিনিষ্ট্রেটর পদে নিযুক্তদের মাসিক ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
  • কেস ওয়ার্কার পদে নিযুক্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

 

নিয়োগের ধরণ

  • এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। নিযুক্তদের সাথে ১ বছরের চুক্তি হবে। যদিও অসন্তোষজনক কাজের জন্য ১ বছর পূর্ণ হওয়ার আগেই চুক্তি ভেঙে দেওয়া যেতে পারে। 

 

বাছাই পদ্ধতি

  • এ ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
    • শিক্ষাগত যোগ্যতার ওপর থাকবে ৩০ নম্বর।
    • কম্পিউটার টেস্ট -এর ওপর থাকবে ১৫ নম্বর। 
    • মৌখিক -এর ওপর থাকবে ৫ নম্বর। 
  • শিক্ষাগত যোগ্যতার ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ২০ জনকে কম্পিউটার টেস্ট এবং মৌখিক -এর জন্য ডাকা হবে। 

 

আবেদন পদ্ধতি

  • এই আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে হবে অফলাইনে। ইচ্ছুক প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
  • এরপর সমস্ত তথ্য ভরাট করে District Social Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri -এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন স্পীড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। 

 

আবেদন করার সময় যে নথিগুলির প্রয়োজন হবে

  • আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথি গুলির স্বপ্রত্যয়িত কপি দেবেন – 
    • বয়সের প্রমাণপত্র
    • বাসস্থানের প্রমাণপত্র
    • শিক্ষাগত ও দক্ষতাগত যোগ্যতার প্রমাণপত্র
    • জাতিগত শংসাপত্র
    • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
    • ১টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ফটো আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে লাগানো, অন্য একটি এন্ভেলপের মধ্যে দিয়ে দেবেন। 
  • নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাক টিকিট লাগানো ২টি খাম।

 

আবেদন করার শেষ তারিখ

  • এক্ষেত্রে আপনার আবেদনপত্র ৩১ই মে, ২০২২ বিকাল ৫ টার মধ্যে পৌঁছাতে হবে। 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

7 + 6 =