গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ – এখনই আবেদন করুন

সরকারী চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের চিনবারি গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক পদে লোক নেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে গ্রাম রোজগার সহায়ক পদে  নিয়োগ করা হবে। 

 

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১টি।

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ চুক্তিভিত্তিক। এই পদে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের সাথে শুরুতে ১ বছরের চুক্তি হবে। 

 

কারা আবেদন করতে পারবেন

  • বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বাসিন্দা তথা ওই ব্লকের ভোটার এমন যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নীচে বর্ণিত যোগ্যতা আছে আবেদন করতে পারেন।  

 

এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং যোগ্যতা

  • এই পদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ১৮ এবং ৪০ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 
  • বর্তমানে এই পদের মাসিক বেতন ১২,০০০ টাকা।
  • প্রার্থীকে শারিরীক ভাবে সুস্থ সবল হতে হবে। 
  • আবেদনকারীকে ফিজিক্স এবং গণিত নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও তাঁকে গড়ে ৫৫% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। 
  • আবেদনকারীর কম্পিউটার -এ প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাঁকে নূন্যতম ৬ মাসের কম্পিউটার কোর্স পাস করে থাকতে হবে। 

 

আবেদন পদ্ধতি

  • নীচে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে, তাতে সমস্ত তথ্য ভরে, Programme Officer (MGNREGS) & Block Development Officer, Office of the Block Development Officer, Chhatna Development Block, PO+PS – Chhatna, Dist – Bankura, Pin-722132 – এর দফতরে জমা করতে হবে।

 

আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি দেবেন

  • বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত কপি।
  • ভোটার কার্ডের স্বপ্রত্যয়িত কপি।
  •  আধার কার্ডের স্বপ্রত্যয়িত কপি।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত কপি।
  • ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট -এর স্বপ্রত্যয়িত কপি।
  • রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে পঞ্চায়েত প্রধান/SDO/BDO -এর দেওয়া সার্টিফিকেট -এর স্বপ্রত্যয়িত কপি। 
  • জাতিগত শংসাপত্র -এর স্বপ্রত্যয়িত কপি।
  • শারিরীক ভাবে সুষ্ঠতার সার্টিফিকেট -এর স্বপ্রত্যয়িত কপি।। 
  • দুটি সম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের ফটো। 
  • নিজের নাম ঠিকানা লেখা দুটি ৫ টাকার এনভেলপ

 

আবেদন পাঠানোর শেষ তারিখ

  • এক্ষেত্রে আপনার আবেদনপত্র ২৭.০৪.২০২২ -এর মধ্যে উপরে উল্লিখিত দফতরে পৌঁছাতে হবে। 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

 

 

আরও পড়ুন: – 

গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ – চাকরি হবে বাঁকুড়া জেলায়

Spread the love

Leave a Comment

3 × one =