সারা দেশে প্রায় ৪০,৮৮৯ টি গ্রামীণ ডাক সেবক -এর শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ। এই পদে আবেদনের যোগ্যতা কী; বয়সসীমা কত; প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় ভালোভাবে জেনে নিতে এই পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। যদিও নিয়োগের পর নিযুক্তদের পদের নাম হবে Branch Postmaster/Assistant Branch Post Master/Dak Sevak ইত্যাদি।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৪০,৮৮৯ টি।
ওই পদের বেতন
- Branch Postmaster -এর ক্ষেত্রে বেতনক্রম ১২,০০০-২৯,৩৮০ টাকা।
- Assistant Branch Post Master/Dak Sevak -এর ক্ষেত্রে বেতনক্রম ১০,০০০-২৪,৪৭০ টাকা।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং দশম শ্রেণীর পরীক্ষায় ইংরেজি, এবং গণিত বিষয় হিসেবে থাকতে হবে।
- যে অঞ্চলের জন্য আবেদন করা হবে, প্রার্থীকে সেই অঞ্চলের স্থানীয় ভাষা নিয়ে কমপক্ষে দশম শ্রেণী অবধি পড়াশোনা করে থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। যদি প্রার্থী মোটর বাইক বা স্কুটার চালাতে জানেন, তাও যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- এছাড়া যেহেতু প্রার্থীরা Branch Postmaster/Assistant Branch Post Master/Dak Sevak হিসেবে নিযুক্ত হবেন, তাই Branch Post Office -এর জন্য প্রয়োজনীয় নূন্যতম ১০০ বর্গ ফুট জয়গার ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে।
আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা আবেদন জমা করার শেষ দিনের হিসেবে নূন্যতম ১৮ বছর ও সর্বোচ্চ ৪০।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বাছাই প্রক্রিয়া
- এই পদে নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে নিয়োগ।
আবেদনের ফি
- এই পদে আবেদনের জন্য ফি মাত্র ১০০ টাকা। যদিও মহিলা, তফসিলী জাতি ও উপজাতি, প্রতিবন্ধী, এবং ট্রান্সওমেন প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি
- যোগ্য প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য https://indiapostgdsonline.gov.in -এই লিঙ্কে ক্লিক করুন।
- আবেদন করার আগে সরকারী বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।
আবেদন জমা করার শেষ তারিখ
- এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ ১৯.০২.২০২৩।
শেষকথা
- যদিও এই নিয়োগের মাধ্যমে যাঁরা নিযুক্ত হবেন তারা সরাসরি সরকারী কর্মচারী হবেন না তবু BPM/ABPM/Dak Sevak পদে নিয়োগের কয়েক বছর পরই বিভাগীয় (Departmental) পরীক্ষা দিয়ে ডাক বিভাগের স্থায়ী কর্মচারী হওয়ার সুযোগ আছে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।