কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি কর্মী নিয়োগ – প্রচুর শূন্যপদ

Broadcast Engineering Consultants India Limited-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, বিভিন্ন গ্রুপ সি পদে প্রচুর লোককে নিয়োগ করা  হবে। যাঁরা নিযুক্ত হবেন, তাদের চাকরী হবে দিল্লি উন্নয়ন পর্ষদের দফতরে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন। 

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে অফিস অ্যাসিস্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে  নিয়োগ করা হবে।

 

মোট শূন্যপদ

  • অফিস অ্যাসিস্টেন্ট পদে শূন্যপদ ২০০ টি ।
  • ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদ ১৭৮ টি ।

 

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ চুক্তিভিত্তিক।

কারা আবেদন করতে পারবেন

  • যে কোনও ভারতীয় নাগরিক যাঁর নিম্নলিখিত যোগ্যতা আছে তিনি আবেদন করতে পারেন।

 

এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং যোগ্যতা

  • দিল্লি সরকারের নূন্যতম মজুরি নীতি অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • এক্ষেত্রে নূন্যতম বয়সসীমা ২১ এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
  • অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোনও বিষয়ে স্নাতক। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ/যে কোনও বিষয়ে স্নাতক।

বাছাই পদ্ধতি

  • অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার জ্ঞান যাচাই, এবং কম্পিউটার টাইপিং টেস্ট, এবং শেষে ইন্টারভিউ -এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
  • ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থী বাছাই হবে টাইপিং টেস্ট -এর মাধ্যমে। 

 

আবেদন পদ্ধতি

  • আবেদন করার জন্য এখানে ক্লিক করুন
  • এরপর “New Registration” বিকল্পে ক্লিক করুন, এবং ধাপে ধাপে সমস্ত তথ্য ভরে আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ করুন।   

 

আবেদন করার ফি

  • অসংরক্ষিত শ্রেণী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন করার ফি ৭৫০ টাকা। 
  •  তফসিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার ফি ৪৫০ টাকা। 
  •  EWS এবং PH প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার ফি ৪৫০ টাকা। 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ

  • এ ক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ ২৫শে এপ্রিল, ২০২২

 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

4 × 1 =