ভারতীয় ডাক বিভাগ, স্পীড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, ইন্ডিয়া পোস্ট, পার্সেল ট্র্যাকিং, চিঠি ট্র্যাক
দূরদুরান্তে চিঠি বা পার্সেল পাঠাতে হলে এখনও ভারতীয় ডাকের জুড়ি মেলা ভার। দেশের যে কোনও প্রান্তেই হোক বা বিদেশে, ভারতীয় ডাক পরিষেবার মাধ্যমে আপনি চিঠি বা পার্সেল সহজেই পাঠিয়ে দিতে পারেন। তবে চিঠি বা পার্সেল পোস্ট করার পর তা ঠিকঠাক সঠিক স্থানে পৌঁছালো কিনা তা অনেকেই জানতে পারেন না। যদিও ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো চিঠি বা পার্সেল পোস্ট করার পর আদৌ যথাস্থানে পৌঁছালো কিনা বা কোথায় রয়েছে জানার খুব সহজ পদ্ধতি রয়েছে। জেনে নিন কিভাবে।
স্পীড পোস্ট কিভাবে ট্র্যাক করবেন
- প্রথম ধাপ – সবার প্রথমে আপনার মোবাইল/ডেক্সটপ -এ ব্রাউসারটি ওপেন করুন।
- এরপর অ্যাড্রেস বার –এ https://www.indiapost.gov.in/ লিখে এন্টার করুন।
- এবার ‘Track N Trace’ লেখা স্থানে ‘Consignment’ লেখা স্থানটি নির্বাচন করুন।
- তারপর ‘Enter Consignment Number’ লেখা স্থানে স্পীড পোস্ট করার পর পোস্ট অফিস থেকে যে রসিদ পেয়েছেন সেখানে লেখা ‘Article Number’ টি লিখুন।
- এবার ক্যাপচা কোড এন্টার করুন।
- শেষে ‘Track Now’ -এর ওপর ক্লিক করুন।
তাহলেই আপনার পোস্ট করা স্পীড পোস্ট কোথায় আছে তা দেখতে পাবেন। এছাড়াও ডাক বিভাগের কোন দফতরে, কোন সময়ে স্পীড পোস্টটি প্রাপ্ত হয়েছে এবং পরবর্তী দফতরে পাঠানো হয়েছে তা জানতে পারবেন।
রেজিস্টার্ড পোস্ট পোস্ট কিভাবে ট্র্যাক করবেন?
রেজিস্টার্ড পোস্ট ট্র্যাক করতেও স্পীড পোস্ট ট্র্যাক করার পদ্ধতিটি অনুসরণ করুন।
- প্রথম ধাপ – সবার প্রথমে আপনার মোবাইল/ডেক্সটপ -এ ব্রাউসারটি ওপেন করুন।
- এরপর অ্যাড্রেস বার –এ https://www.indiapost.gov.in/ লিখে এন্টার করুন।
- এবার ‘Track N Trace’ লেখা স্থানে ‘Consignment’ লেখা স্থানটি নির্বাচন করুন।
- তারপর ‘Enter Consignment Number’ লেখা স্থানে রেজিস্টার্ড পোস্ট করার পর পোস্ট অফিস থেকে যে রসিদ পেয়েছেন সেখানে লেখা ‘Article Number’ টি লিখুন।
- এবার ক্যাপচা কোড এন্টার করুন।
- শেষে ‘Track Now’ -এর ওপর ক্লিক করুন।
তাহলেই আপনার পোস্ট করা রেজিস্টার্ড পোস্ট কোথায় আছে তা দেখতে পাবেন। এছাড়াও ডাক বিভাগের কোন দফতরে, কোন সময়ে রেজিস্টার্ড পোস্টটি প্রাপ্ত হয়েছে এবং পরবর্তী দফতরে পাঠানো হয়েছে তা জানতে পারবেন।
ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো পার্সেল কিভাবে ট্র্যাক করবেন?
ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো পার্সেল ট্র্যাক করতে ওপরে বর্ণিত স্পীড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট ট্র্যাক করার পদ্ধতিটিই অনুসরণ করুন।
আশা করি এই পোস্টটি আপনার কোনও উপকারে এসেছে। এই ধরণের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটিকে সাব্সক্রাইব করুন। এছাড়াও এই পোস্টটিকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।