হাওড়া জেলায় অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে পরীক্ষার সিলেবাস

অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ | আইসিডিএস নিয়োগ | সরকারী চাকরি | ICDS Recruitment | West Bengal Government Jobs

 

সম্প্রতি হাওড়া জেলার আমতা -২ নং এবং উদয়নারায়ণপুর ব্লকে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ গুলি নিয়ে আমাদের ব্লগে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পোস্টগুলি পড়তে পারেন। 

 

উদয়নারায়ণপুরে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ

আমতা ২ ব্লকে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ

 

এই দুটি ক্ষেত্রেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা ও সাক্ষাত্‍কার (ইন্টারভিউ) -এর মাধ্যমে। এই লিখিত পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হল। 

 

বিষয়পূর্ণমান
মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন১৫
পাটিগণিত ২০
পুষ্টি জনস্বাস্থ্য – মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন১৫
ইংরেজি ভাষাজ্ঞান২০
সাধারণ জ্ঞান২০
মোট ৯০ 

 

  • মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন -এর প্রশ্ন হবে অষ্টম শ্রেণী মানের।
  • এই পরীক্ষায় পাটিগণিতের প্রশ্ন হবে অষ্টম শ্রেণী মানের। 
  • ইংরেজি ভাষাজ্ঞান -এর প্রশ্ন হবে অষ্টম ও নবম শ্রেণী মানের।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

এই পোস্টটি আপনার ভালো লাগলে কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এছাড়া বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে ঘণ্টা চিহ্ন টিপে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

 

আরও পড়ুন: – 

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ – বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি

Motor Vehicles Inspector (Non-Technical) 2022 Syllabus || মোটর ভেহিক্যাল ইন্সপেকটর সিলেবাস ডাউনলোড

Spread the love

Leave a Comment

17 − fourteen =