কলকাতায় বিভিন্ন পদে প্রচুর সরকারী চাকরি – হেডকোয়ার্টার বেঙ্গল সব এরিয়া আলিপুর

কলকাতায় অবস্থিত হেডকোয়ার্টার, বেঙ্গল সব এরিয়া, আলিপুর -এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে বিভিন্ন পদে অনেকগুলি নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন। 

 

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে  নিয়োগ করা হবে। 
    1. স্টেনোগ্রাফার গ্রেড – ২
    2. লোয়ার ডিভিশন ক্লার্ক
    3. মেসেঞ্জার
    4. দপ্তরী
    5. সাফাইওয়ালা
    6. মালী

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ৩৭টি। পদ অনুযায়ী শূন্যপদ নীচে দেওয়া হল – 
পদের নামমোট  শূন্যপদসংরক্ষিত পদ 
স্টেনোগ্রাফার গ্রেড – ২অসংরক্ষিত প্রার্থী – ৩

EWS – ১

তফসিলী জাতি – ১ 

অন্যান্য অনগ্রসর শ্রেণী – ৩

লোয়ার ডিভিশন ক্লার্কঅসংরক্ষিত প্রার্থী – ১

অসংরক্ষিত (EWS) – ২

তফসিলী জাতি – ১ 

তফসিলী উপজাতি – ১ 

অন্যান্য অনগ্রসর শ্রেণী – ২

অন্যান্য অনগ্রসর শ্রেণী (ESM) – ১

মেসেঞ্জার

 

১৫অসংরক্ষিত প্রার্থী – ৪

অসংরক্ষিত (EWS) – ৩

তফসিলী উপজাতি – ১ 

অন্যান্য অনগ্রসর শ্রেণী – 6

অন্যান্য অনগ্রসর শ্রেণী (ESM) – ১

দপ্তরীঅসংরক্ষিত প্রার্থী –  ১
সাফাইওয়ালাঅসংরক্ষিত (PWD) প্রার্থী – ১

অন্যান্য অনগ্রসর শ্রেণী – ১

অন্যান্য অনগ্রসর শ্রেণী (ESM) – ১

মালী অসংরক্ষিত প্রার্থী –  ১

অন্যান্য অনগ্রসর শ্রেণী – ১

 

ওই পদের বেতনক্রম

  • স্টেনোগ্রাফার গ্রেড – ২ পদে নিযুক্তদের বেতনক্রম হবে  সপ্তম বেতন কমিশনের চতুর্থ পর্যয়ের (Pay Level – 4)।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তদের বেতনক্রম হবে  সপ্তম বেতন কমিশনের দ্বিতীয় পর্যয়ের (Pay Level – 2)। 
  • বাকী পদ গুলিতে নিযুক্তদের বেতনক্রম হবে  সপ্তম বেতন কমিশনের প্রথম পর্যয়ের (Pay Level – 1)। 

 

আবেদন করার জন্য বয়সসীমা

  • ওপরে উল্লিখিত পদ গুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ১৮ এবং ২৫ বছর। 
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ভারত সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী বয়সের ছাড় পাবেন।  

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

পদের নামপ্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাএই যোগ্যতা থাকে অগ্রাধিকার পাবেন
স্টেনোগ্রাফার গ্রেড – ২
  • উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ
  • স্টেনোগ্রাফিতে যথাযথ দক্ষতা
লোয়ার ডিভিশন ক্লার্ক
  • উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ
  • মিনিটে ৩৫টি ইংরেজী বা ৩০টি হিন্দী শব্দ টাইপ করার দক্ষতা
মেসেঞ্জারমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা
দপ্তরীমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা
সাফাইওয়ালামাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা
মালীমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এই বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা

বাছাই পদ্ধতি

  • লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্‍কার (Interview) -এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষাটি হবে বালিগঞ্জ ময়দান ক্যাম্প -এ। 
  • লিখিত পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হল – 
    1. General Intelligence & Reasoning
    2. Numerical Aptitude
    3. General English
    4. General Awareness

 

আবেদন পদ্ধতি

  • আবেদনপত্র অর্ডিনারী পোস্টের মাধ্যমে পাঠাতে হবে A4 মাপের কাগজে টাইপ করে, HQ, Bengal Sub Area, 246 AJC Bose Road, Alipur, Kolkata – 700027 -এই ঠিকানায়।  
  • আবেদনপত্র যে এনভেলপে পাঠাবেন তার ওপর যে পদের জন্য আবেদন করছেন এবং আপনার শ্রেণী (Category) উল্ল্যেখ করতে হবে। 
  • আবেদনপত্রের বয়ানটি নীচে দেওয়া সরকারী বিজ্ঞপ্তির মধ্যে আছে। 

 

আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি দেবেন

  • নিজের নাম, ঠিকানা লেখা রেজিস্টার্ড পোস্টের স্ট্যাম্প লাগানো দুটি এনভেলপ। 
  • দরখাস্তে লাগানো ছবি ছাড়াও আরও দুটি পাসপোর্ট মাপের ছবি সঙ্গে জুড়ে দেবেন। 
  • এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে তার প্রতিলিপি। 
  • জাতিগত শংসাপত্রের প্রতিলিপি। 
  • অন্য কোনও দপ্তরে কর্মরত হলে সেখান থেকে প্রাপ্ত NOC। 

 

আবেদনের শেষ তারিখ

  • এই পদের জন্য আবেদনপত্র ২৮ শে এপ্রিল, ২০২২ -এর মধ্যে সংশ্লিষ্ট কার্য্যালয়ে পৌঁছাতে হবে।

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা নীচে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

হেডকোয়ার্টার, বেঙ্গল সব এরিয়া, আলিপুর নিয়োগ, ২০২২ বিজ্ঞপ্তি

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

2 × 4 =