ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে নাবিক পদে লোক নেওয়া হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এই পোস্টটি পড়ে জেনে নিন।
Contents
hide
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীতে AA এবং SSR -এর নাবিক পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা আপাতত 2,৫০০ টি। এর মধ্যে AA -তে নাবিকের শূন্যপদ ২,০০০ এবং SSR -এ নাবিকের শূন্যপদ ৫০০ টি।
কারা আবেদন করতে পারবেন
- এই পদ গুলির জন্য কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরই আবেদন করতে পারবেন।
ওই পদের বেতনক্রম
- এই পদে নিযুক্তদের প্রতিরক্ষা বেতন কাঠামোর তৃতীয় ধাপের (₹২৭,১০০ – ₹৬৯,১০০) বেতন দেওয়া হবে। এছাড়া সাথে অন্যান্য যোগ্য ভাতা গুলিও দেওয়া হবে।
- যদি প্রশিক্ষণের সময় তাদের ১৪,৬০০ টাকা করে স্টাইপেণ্ড দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম তারিখ ১লা আগস্ট ২০০২ থেকে ৩১সে জুলাই ২০০৫ -এর মধ্যে হতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।
- AA তে নাবিক পদে আবেদনের জন্য – তাঁকে ফিজিক্স ও গণিতে এবং কেমিস্ট্রি, বায়োলজি, এবং কম্পিউটার সায়েন্স -এর মধ্যে যে কোনও একটি বিষয়ে ৬০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
- SSR তে নাবিক পদে আবেদনের জন্য – তাঁকে ফিজিক্স ও গণিত এবং কেমিস্ট্রি, বায়োলজি, এবং কম্পিউটার সায়েন্স -এর মধ্যে যে কোনও একটি বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শরীরিক যোগ্যতা
- এই পদ গুলিতে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৫৭ সেন্টিমিটার হতে হবে। এবং
- তাঁর ৫ সেন্টিমিটার বক্ষ প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- দ্বাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক ছাঁটাই করা হবে।
- এরপর লিখিত পরীক্ষা এবং শেষে শারিরীক সক্ষমতার পরীক্ষা হবে।
পরীক্ষা সুচি
- এক্ষেত্রে লিখিত পরীক্ষাটি মে মাসে হবে।
আবেদন পদ্ধতি
- এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে ক্লিক করে নির্দিষ্ট ওয়েবসাইটে যান।
- তারপর সেখানে রেজিস্ট্রেশন করে, লগ ইন করুন, ও আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ০৫.০৪.২০২২।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।