শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ – হুগলী জেলায় হবে নিয়োগ

রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দফতরে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। অতিরিক্ত জেলাশাসকের দফতর, হুগলী-এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে রেভিনিউ অফিসার (গ্রুপ এ), রেভিনিউ ইন্সপেকটর (গ্রুপ বি), এবং আমিন পদে  নিয়োগ করা হবে। 

 

মোট শূন্যপদ

  • রেভিনিউ অফিসার পদে শূন্যপদ ২টি
  • রেভিনিউ ইন্সপেকটর পদে শূন্যপদ ৩টি। 
  • আমিন পদে শূন্যপদ ৩টি। 

 

নিয়োগের ধরণ

  • এই নিয়োগ চুক্তিভিত্তিক। এক্ষেত্রে যিনি কাজে যোগ দেবেন তাঁর সঙ্গে ১ বছরের চুক্তি হবে। 

 

কারা আবেদন করতে পারবেন

  • যে সমস্ত সরকারী কর্মচারীরা রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দফতর থেকে ৩১.১২.২০২১ তারিখে বা তার আগে অবসর গ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।
  • যে সমস্ত সরকারী কর্মচারীরা R.O./SRO-I/SRO-II পদে থেকে অবসরগ্রহণ করেছেন, কেবলমাত্র তাঁরাই রেভিনিউ অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। 
  • যে সমস্ত সরকারী কর্মচারীরা রেভিনিউ ইন্সপেকটর পদে থেকে অবসরগ্রহণ করেছেন, কেবলমাত্র তাঁরাই রেভিনিউ ইন্সপেকটর পদের জন্য আবেদন করতে পারবেন।
  • যে সমস্ত সরকারী কর্মচারীরা আমিন, সার্ভেয়ার, বা ড্রাফটসম্যান পদে থেকে অবসরগ্রহণ করেছেন, কেবলমাত্র তাঁরাই আমিন পদের জন্য আবেদন করতে পারবেন।

 

এই পদের বেতনক্রম, বয়সসীমা এবং যোগ্যতা

  • এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৬৪ বছর বা তার কম হতে হবে। 
  • রেভিনিউ অফিসার পদের জন্য মাসিক ১৫,০০০ টাকা, রেভিনিউ ইন্সপেকটর পদের জন্য মাসিক ১২,০০০ টাকা, এবং আমিন পদের জন্য মাসিক ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

 

বাছাই পদ্ধতি

  • এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না,  শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই প্রার্থী বাছাই হবে। 

 

আবেদন পদ্ধতি

  • নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র তথা বায়ো ডাটাটি ডাউনলোড করে নিন। 
  • এরপর সেখানে সমস্ত তথ্য পূরণ করে “District Magistrate & Collector, Hooghly” কে সম্বোধন করে আপনার আবেদনপত্র পাঠাবেন রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। 
  • আবেদনপত্র পূরণ করে যে এনভেলপে আবেদনপত্র পাঠাবেন, তার ওপরে লিখবেন “Application for the post of_____” ।

 

আবেদনপত্র/বায়োডাটার সঙ্গে যে নথিগুলি নিয়ে আসবেন

  • আপনার পাসপোর্ট মাপের ছবি
  • আবেদন করার যোগ্যতার সপক্ষে সমস্ত নথিপত্রের প্রতিলিপি (Xerox)। 
  • নিজের নাম ঠিকানা লেখা একটি ৫ টাকার এনভেলপ। 

আবেদনপত্র পাঠাবার শেষ তারিখ

  • এক্ষেত্রে আপনার আবেদনপত্র ৩০.০৪.২০২২ -এর মধ্যে সংশ্লিষ্ট দফতরে পৌঁছাতে হবে। 

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র তথা সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন। 

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

16 − three =