লোকাল ট্রেনের সময় সুচি, লোকাল ট্রেন লাইভ ট্র্যাকিং, লোকাল ট্রেন টাইম টেবিল, লোকাল ট্রেন, লোকাল ট্রেনের সময়সূচী, লোকাল ট্রেনের টাইম টেবিল, লোকাল ট্রেনের সময়সূচি 2023, লোকাল ট্রেনের অ্যাপস, লোকাল ট্রেন সময় সূচি | মোবাইলে ট্রেনের সময়সূচি
নমস্কার বন্ধুরা। আমাদের সকলকেই প্রায় কখনও না কখনও লোকাল ট্রেনে চড়তে হয়। তাই লোকাল ট্রেনের সময়সুচি জেনে রাখা খুবই জরুরী। এছাড়াও আপনি যে লোকাল ট্রেনটিতে চড়বেন তা এখন কোন স্টেশনে আছে জানাটাও সমান গুরুত্বপূর্ণ। কিভাবে এইসব খুব সহজে জানবেন দেখে নিন।
লোকাল ট্রেনের সময়সূচী কিভাবে জানবেন?
আপনি যদি হাওড়া বা শিয়ালদহ বিভাগের কোনও লোকাল ট্রেনের সময়সূচি দেখতে চান তবে এই পদ্ধতিগুলির সাহায্যে খুব সহজেই তা দেখে নিতে পারেন।
সাবার্বাণ ট্র্যাকিং সিষ্টেম মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- এর জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে যান এবং Suburban Tracking System মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এরপর ‘TRAINS BTWN STATIONS’ -এর ভিতর আপনার চাহিদা অনুযায়ী হাওড়া বা শিয়ালদহ বিভাগ নির্বাচন করুন। তারপর Origination – এ যে স্টেশন থেকে ট্রেনে চড়তে চান তা লিখুন, এবং Destination -এ যে স্টেশন অবধি যেতে চান তা লিখুন। তাহলেই ওই দুই স্টেশনের মধ্যে ট্রেনের সময়সুচি দেখতে পেয়ে যাবেন।
- Trainspnrstatus ওয়েবসাইটের সাহায্যেও লোকাল ট্রেনের সময়সুচি দেখতে পারেন।এর জন্য Trainspnrstatus.com ওয়েবসাইটে যান এবং ‘Trains Between Stations’ -বিকল্পে ক্লিক করুন। এরপর যে দুই স্টেশনের মাঝে ট্রেনের সময়সুচি দেখতে চান তা এন্টার করুন, এবং শেষে ‘Get Trains Between’ বিকল্পে ক্লিক করুন। তাহলেই ওই দুই স্টেশনের তাহলেই ওই দুই স্টেশনের মধ্যে ট্রেনের সময়সুচি দেখতে পেয়ে যাবেন।
লোকাল ট্রেন কোথায় আছে কিভাবে জানবেন?
লোকাল ট্রেন কোথায় আছে জানতে হলে তা সাবার্বাণ ট্র্যাকিং সিষ্টেম মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই জেনে নেওয়া যাবে। এর জন্য ‘TRAINS BTWN STATIONS’ -এর ভিতর আপনার চাহিদা অনুযায়ী হাওড়া বা শিয়ালদহ বিভাগ নির্বাচন করুন। তারপর Origination – এ যে স্টেশন থেকে ট্রেনে চড়তে চান তা লিখুন, এবং Destination -এ যে স্টেশন অবধি যেতে চান তা লিখুন। তখন ওই দুই স্টেশনের মাঝে যত লোকাল ট্রেন সারাদিনে চলে তা দেখিয়ে দেওয়া হবে। এবার যে ট্রেনটিতে আপনি চড়বেন তার ওপর ক্লিক করুন। তাহলেই ট্রেনটি কোন স্টেশনে বা কোন দুই স্টেশনের মাঝে রয়েছে তা দেখতে পাবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে জিপিএস -এর সুবিধা থাকার জন্য সাহায্যে দুই স্টেশনের মাঝে ঠিক কোনও স্থানে ট্রেনটি আছে তা দেখতে পাবেন।
আশা করি এই পোস্টটি আপনার কোনও উপকারে এসেছে। এই ধরণের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটিকে সাব্সক্রাইব করুন। এছাড়াও এই পোস্টটিকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।