কলকাতা কর্পোরেশনের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মজদুর পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য পুরুষ, এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই পোস্টে।
মজদুরের কাজ
- বাড়ী বাড়ী গিয়ে সলিড ওয়েস্ট সংগ্রহ করা।
- পথঘাট সাফাই করা।
- সংগৃহীত সলিড ওয়েস্ট ভ্যাট -এ নিয়ে যাওয়া।
- মজদুরদের ধাপা ডাম্পিং গ্রাউন্ড-এও নিযুক্ত করা হয়।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে কনসারভেনসি মজদুর পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১০৪ টি।
ওই পদের বেতনক্রম
- এই পদে যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের রাজ্য সরকারের বেতন ক্রমের প্রথম পর্যায়ের বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা ১লা জানুয়ারী, ২০২২ -এর হিসেবে নূন্যতম ১৮ বছর ও সর্বোচ্চ ৪০।
- তফসিলী জাতি ও উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ৩ বছর ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ৫ বছর -এর ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য বাংলা, ইংরেজী, এবং স্থানীয় ভাষায় (হিন্দী, উর্দু, ওড়িয়া, নেপালী) লিখতে ও পড়তে জানতে হবে।
বাছাই পদ্ধতি
- এই পদের জন্য দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- প্রথম ধাপ – এই ধাপে পড়া এবং লেখার পরীক্ষা হবে।
- দ্বিতীয় ধাপ – ফীল্ড টেস্ট – এই ধাপে বেলচা দিয়ে সলিড ওয়েস্ট তুলে যথাস্থানে রাখতে হবে।
আবেদন করার ফি
- অসংরক্ষিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি ১৫০ টাকা এবং তফসিলী জাতি, উপজাতি, এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা।
আবেদন পদ্ধতি
- এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৪.০৪.২০২২।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।