ভারত সরকারের আয়কর দফতরের অধীনে বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রিন্সিপ্যাল চীফ কমিশনার, আয়কর বিভাগ, পশ্চিমবঙ্গ ও সিকিম -এর দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন – যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সকল বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। সব কিছু ভালো ভাবে জানতে এই পোস্টটি মন দিয়ে শেষ অবধি পড়ুন।
Contents
hide
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে ইনকাম ট্যাক্স ইন্সপেকটর, ট্যাক্স অ্যাসিস্টেন্ট, এবং এমটিএস পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ২৪ টি। এর মধ্যে ইনকাম ট্যাক্স ইন্সপেকটর পদে শূন্যপদ ১ টি, ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদে শূন্যপদ ৫টি এবং এমটিএস পদে শূন্যপদ ১৮টি।
ওই পদ গুলির বেতন কাঠামো
- এক্ষেত্রে ইনকাম ট্যাক্স ইন্সপেকটর পদের বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের ৭ম পর্যায়ের, যা কিনা ৯,৩০০ থেকে ৩৪,৮০০।
- ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদের বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের চতুর্থ পর্যায়ের, যা কিনা ৫,২০০ থেকে ২০,২০০০।
- এমটিএস পদের বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের চতুর্থ পর্যায়ের, যা কিনা ৫,২০০ থেকে ২০,২০০০।
যারা আবেদন করতে পারবেন
- এই শূন্যপদ গুলিতে মেধাবী খেলোয়াড়দের নিয়োগ করা হবে। নিম্নে আলোচিত যোগ্যতা থাকলে তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ক্রীড়া যোগ্যতা
- কেবলমাত্র নিম্নে দেওয়া খেলা গুলির খেলোয়াড়রা প্রার্থী হিসেবে বিবেচিত হবেন –
- ফুটবল
- বাস্কেটবল
- ভলিবল
- ক্রিকেট
- কাবাডি
- ব্রীজ
- দাবা
- অ্যাথ্লেটিক্স
- জিমন্যাসটিক্স
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও কৌশলগত যোগ্যতা
- ইনকাম ট্যাক্স ইন্সপেকটর পদের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
- ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং সাথে ঘণ্টায় ৮০০০টি বর্ণ টাইপ করার গতি থাকতে হবে।
- এমটিএস পদের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
আবেদন করার জন্য নূন্যতম ও সর্বোচ্চ বয়স
- ইনকাম ট্যাক্স ইন্সপেকটর পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ -এর মধ্যে হতে হবে।
- ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ -এর মধ্যে হতে হবে।
- এমটিএস পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ -এর মধ্যে হতে হবে।
আবেদন করার প্রক্রিয়া
- অপরের পদ গুলিতে আবেদনের জন্য নীচে দেওয়া সরকারী বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং তার মধ্যে থাক Annexure – II পূর্ণ করে “Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), ISI Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069” -এই ঠিকানায় পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর সময় খামের উপর লিখবেন “APPLICATION FOR THE POST(S) OF ……………………………………………… UNDER MERITORIOUS SPORTS PERSONS’ QUOTA”। শূন্যস্থানে যে পদের জন্য আবেদন করছেন, তা লিখতে হবে।
আবেদন জমা করার শেষ তারিখ
- উপরিল্লিখিত ঠিকানায় আবেদনপত্র ১৮ই এপ্রিল সন্ধ্যা ৬ টার মধ্যে পৌঁছে যেতে হবে।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞপ্তিটি দেখুন।