প্রায় প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর মোটর ভেহিক্যাল ইন্সপেকটর পদে লোক নিয়োগ করে। তাই যাঁরা এই পদে চাকরি পেতে চান, এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারেন। তবে যে কোনও চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য সেই পরীক্ষার সিলেবাস ভাল ভাবে জেনে নেওয়া উচিত। তাই এই পোস্টে আমরা আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেকটর (নন-টেকনিক্যাল) পরীক্ষার সিলেবাস সম্বন্ধে।
মোটর ভেহিক্যাল ইন্সপেকটর (নন-টেকনিক্যাল) পরীক্ষার সিলেবাস
- মোটর ভেহিক্যাল ইন্সপেকটর (নন-টেকনিক্যাল) পরীক্ষাটি দুটি ধাপে সম্পন্ন হয়।
- প্রথম ধাপে হয় লিখিত পরীক্ষা, এবং দ্বিতীয় ধাপে হয় সাক্ষাত্কার বা ইন্টারভিউ।
প্রথম ধাপ বা Part-I
- এই ধাপে সংক্ষিপ্তধর্মী (MCQ) প্রশ্ন আসে।
- এই লিখিত পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে।
- প্রত্যেক প্রশ্নের মান হবে ২।
- পরীক্ষার সম্পুর্ণ মান ২০০।
- এর মধ্যে জেনারেল স্টাডিজ -এর থেকে ৭৫টি এবং গণিত থেকে ২৫টি প্রশ্ন আসবে। জেনারেল স্টাডিজ -এর মধ্যে বিজ্ঞান এবং Humanities (ইতিহাস, ভূগোল, সোস্যাল স্টাডিস) – এর থেকেও প্রশ্ন আসবে।
- এই পরীক্ষায় যে অঙ্ক আসবে তার মান মাধ্যমিক পরীক্ষার অঙ্কের মনের সমান।
- এই পরীক্ষাটি ১.৩০ ঘন্টার।
দ্বিতীয় ধাপ বা Part-II
- প্রথম ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাক্ষাত্কার বা ইন্টারভিউ -এর জন্য ডাক হবে।
- এই ইন্টারভিউ নেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
- ইন্টারভিউ -এর সম্পুর্ণ মান ৫০।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।