স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে প্রচুর নিয়োগ হতে চলেছে । এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই পোস্টে।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রেমাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা আপাতত ৩,৬০৩ টি। এই ৩,৬০৩ টি শূন্যপদই হাবিলদার পদের জন্য। মাল্টি টাস্কিং স্টাফ পদের শূন্যপদ পরে ঘোষণা করা হবে।
ওই পদের বেতনক্রম
- এই পদে যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের বেতন ক্রমের প্রথম পর্যায়ের (Pay Matrix – Level 1) বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়সসীমা
- যেসব প্রার্থীরা CBN -এ মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য আবেদন করবেন, তাদের নূন্যতম ও সর্বোচ্চ বয়সসীমা ১৮ এবং ২৫ বছর।
- যেসব প্রার্থীরা CBIC -তে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য আবেদন করবেন, তাদের নূন্যতম ও সর্বোচ্চ বয়সসীমা ১৮ এবং ২৫ বছর।
- তফসিলী জাতি ও উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ৩ বছর ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ৫ বছর -এর ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী বা তার সমতুল উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বাছাই পদ্ধতি
- এই পদের জন্য দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে।
- দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় প্রবন্ধ এবং চিঠি লিখতে হবে।
- এছাড়াও হাবিলদার পদের জন্য আলাদা করে শারিরীক সক্ষমতা পরীক্ষা হবে।
পরীক্ষা সুচি
- বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার ভিত্তিক MCQ পরীক্ষাটি জুলাই মাসে হবে।
পরীক্ষা কেন্দ্র
- সারা ভারতবর্ষ জুড়েই পরীক্ষা নেওয়া হবে।
- পশ্চিমবঙ্গের আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, কল্যাণী, এবং কলকাতায় পরীক্ষা নেওয়া হবে।
আবেদন করার ফি
- এই পদ গুলির জন্য আবেদন করতে ১০০ টাকা ফি জমা করতে হবে। যদিও মহিলা, তফসিলী জাতি, উপজাতি, এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি
- আবেদন করার জন্য এখানে ক্লিক করে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পুর্ন হলে লগ ইন করুন। তারপর ‘Apply’ বিকল্পে ক্লিক করুন এবং তারপর ‘OTHERS’ বিকল্পে গেলে Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021 -এটি দেখতে পাবেন। তঅখন তার পাশে ‘Apply’ বিকল্পে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০.০৪.২০২২।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।