ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এবার ট্রেনে করেই ভ্রমণ করতে পারবেন নেপাল। হ্যাঁ, এমনি আকর্ষণীয় তথ্য জানিয়েছে আইআরসিটিসি (IRCTC)। নেপাল ভ্রমণের জন্য একটি ডিলাক্স বগির ট্রেন চালু করতে চলেছে তাঁরা। আগামী ২২ শে মে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। এই প্যাকেজে জন প্রতি খরচ পড়বে ২৮,৫৪৫ টাকা। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে বিহারের রক্সৌল হয়ে নেপালে ঢুকবে এবং ফেরার সময় একই পথে হাওড়া ফিরবে। এই ভ্রমণ প্যাকেজটির নাম রাখা হয়েছে আইআরসিটিসি গ্রীষ্মকালীন নেপাল নির্বানা। পুরো প্যাকেজটি ৭ রাত্রি ও ৮ দিনের। এই টুরে নেপালের চিতওয়ান জঙ্গল, পোখরান, কাঠমান্ডু শহরও ঘুরিয়ে দেখানো হবে। এইসব জায়গায় যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবে আইআরসিটিসি। পুরো প্যাকেজের জন্য একজন টুর ম্যানেজার নিয়োগ করা হবে, যিনি নেপাল ঘুরিয়ে দেখাবেন। এছাড়াও খাওয়াদাওয়ার সমস্ত ব্যবস্থাও প্যাকেজের মধ্যেই অন্তর্ভূক্ত।
এই প্যাকেজের জন্য চালু করা ট্রেনটি শীততাপ নিয়ন্ত্রিত ও তিন শয্যা বিশিষ্ট এবং কামরা গুলিতে নামী হোটেলের ডিলাক্স রুম সুলভ পরিষেবা উপলদ্ধ হবে।
এই টুরে যাওয়ার জন্য যাত্রীদের দুটি কোভিড টীকাকরণ হয়ে থাকা আবশ্যক। এর সাথে তাঁদের কাছে নিজের ভোটার কার্ড বা পাসপোর্ট থাকতে হবে।
বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষ্যে আইআরসিটিসি বিশেষ ট্রেন চালু করে। সেই তালিকায়, আইআরসিটিসি গ্রীষ্মকালীন নেপাল নির্বানা ট্রেনটি নতুন সংযোজন। কয়েকদিন আগেই হোলির সময় বেশ কিছু হোলি স্পেশাল চালু করেছিল আইআরসিটিসি। ট্রেন গুলি সাধারণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছিল। এবার এই নতুন ট্রেনটি যাত্রীদের কতটা আকর্ষণ করবে, তা সময়ই বলবে।