NIT দুর্গাপুরে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। ন্যাশনাল ইন্সটিটিউট দুর্গাপুর -এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
যে পদের জন্য নিয়োগ করা হবে
- এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে।
- টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট
- সিনিয়র টেকনিশিয়ান
- টেকনিশিয়ান
- লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্ট
- জুনিয়র ইঞ্জিনিয়ার
- SAS অ্যাসিস্টেন্ট
- সুপরিনটেনডেণ্ট
- পার্সোনাল অ্যাসিস্টেন্ট
- স্টেনোগ্রাফার
- সিনিয়র অ্যাসিস্টেন্ট
- জুনিয়র অ্যাসিস্টেন্ট
- ল্যাব এটেনডেণ্ট
- অফিস এটেনডেণ্ট
মোট শূন্যপদ
- এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১০৬টি। পদ অনুযায়ী শূন্যপদ নীচে দেওয়া হল –
- টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট – ২২
- সিনিয়র টেকনিশিয়ান – ১২
- টেকনিশিয়ান – ২৫
- লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্ট – ১
- জুনিয়র ইঞ্জিনিয়ার – ২
- SAS অ্যাসিস্টেন্ট – ১
- সুপরিনটেনডেণ্ট – ৪
- পার্সোনাল অ্যাসিস্টেন্ট – ১
- স্টেনোগ্রাফার – ১
- সিনিয়র অ্যাসিস্টেন্ট – ৬
- জুনিয়র অ্যাসিস্টেন্ট – ১৪
- ল্যাব এটেনডেণ্ট – ১২
- অফিস এটেনডেণ্ট – ৫
এই পদগুলির বেতনক্রম, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | বেতনক্রম | বয়সসীমা | নূন্যতম শিক্ষাগত ও কৌশলগত যোগ্যতা |
টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
সিনিয়র টেকনিশিয়ান | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪ | ৩৩ বছর |
|
টেকনিশিয়ান | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৩ | ২৭ বছর |
|
লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
জুনিয়র ইঞ্জিনিয়ার | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
SAS অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
সুপরিনটেনডেণ্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
পার্সোনাল অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ | ৩০ বছর |
|
স্টেনোগ্রাফার | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪ | ২৭ বছর |
|
সিনিয়র অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪ | ৩৩ বছর |
|
জুনিয়র অ্যাসিস্টেন্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৩ | ২৭ বছর |
|
ল্যাব এটেনডেণ্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ১ | ২৭ বছর |
|
অফিস এটেনডেণ্ট | সপ্তম বেতন কমিশনের পে লেভেল ১ | ২৭ বছর |
|
বাছাই পদ্ধতি
- লিখিত পরীক্ষা এবং দক্ষতা যাচাই (Skill Test) -এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
- এ ক্ষেত্রে অনলাইনেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
- এরপর ‘Non Teaching Staff Recruitment’ বিকল্পে ক্লিক করুন। এরপর এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। এর পাশাপাশি আবেদন করার লিঙ্কটিও দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আবেদন করুন।
আবেদন করার ফি
- ল্যাব এটেণ্ডেণ্ট এবং অফিস এটেণ্ডেণ্ট পদের ক্ষেত্রে গুলিতে আবেদনের ফি ৮০০ টাকা, এবং অন্যান্য পদ গুলিতে আবেদন ফি ১০০০ টাকা।
- তবে তফসিলী জাতি, তফসিলী উপজাতি, PWD, মহিলা, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ
- এই পদের জন্য আবেদনপত্র ২৯ শে এপ্রিল, ২০২২ -বিকাল ৫ টা অবধি জমা করা যাবে।
অন্যান্য জিজ্ঞাস্য
- এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।