NIT দুর্গাপুরে প্রচুর চাকরি – উচ্চ মাধ্যমিক/ITI/পলিটেকনিক পাস হলেই আবেদন করা যাবে

NIT দুর্গাপুরে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। ন্যাশনাল ইন্সটিটিউট দুর্গাপুর -এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নিন এই পোস্টে। সব কিছু ভাল ভাবে জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।  

 

যে পদের জন্য নিয়োগ করা হবে

  • এক্ষেত্রে নিম্নলিখিত পদ গুলিতে  নিয়োগ করা হবে। 
    1. টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট
    2. সিনিয়র টেকনিশিয়ান
    3. টেকনিশিয়ান
    4. লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্ট
    5. জুনিয়র ইঞ্জিনিয়ার
    6. SAS অ্যাসিস্টেন্ট
    7. সুপরিনটেনডেণ্ট
    8. পার্সোনাল অ্যাসিস্টেন্ট
    9. স্টেনোগ্রাফার
    10. সিনিয়র অ্যাসিস্টেন্ট
    11. জুনিয়র অ্যাসিস্টেন্ট
    12. ল্যাব এটেনডেণ্ট
    13. অফিস এটেনডেণ্ট

মোট শূন্যপদ

  • এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদের সংখ্যা ১০৬টি। পদ অনুযায়ী শূন্যপদ নীচে দেওয়া হল –
    1. টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট – ২২
    2. সিনিয়র টেকনিশিয়ান – ১২
    3. টেকনিশিয়ান – ২৫
    4. লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্ট – ১
    5. জুনিয়র ইঞ্জিনিয়ার – ২
    6. SAS অ্যাসিস্টেন্ট – ১
    7. সুপরিনটেনডেণ্ট – ৪
    8. পার্সোনাল অ্যাসিস্টেন্ট – ১
    9. স্টেনোগ্রাফার – ১
    10. সিনিয়র অ্যাসিস্টেন্ট – ৬
    11. জুনিয়র অ্যাসিস্টেন্ট – ১৪
    12. ল্যাব এটেনডেণ্ট – ১২
    13. অফিস এটেনডেণ্ট – ৫

 

এই পদগুলির বেতনক্রম, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা

পদের নামবেতনক্রমবয়সসীমানূন্যতম শিক্ষাগত ও কৌশলগত যোগ্যতা
টেকনিক্যাল অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  •  B.E. / B. Tech./MCA -তে ফার্স্ট ক্লাস ডিগ্রি উত্তীর্ণ
সিনিয়র টেকনিশিয়ানসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪৩৩ বছর
  • বিজ্ঞান বিভাগে ৬০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
  • অথবা ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ১ বছরের আইটিআই কোর্স উত্তীর্ণ
  • অথবা ৬০% নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ২ বছরের আইটিআই কোর্স উত্তীর্ণ
  • অথবা সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ
টেকনিশিয়ানসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৩২৭ বছর
  • বিজ্ঞান বিভাগে ৬০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
  • অথবা ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ১ বছরের আইটিআই কোর্স উত্তীর্ণ
  • অথবা ৬০% নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ২ বছরের আইটিআই কোর্স উত্তীর্ণ
  • অথবা সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ
লাইব্রেরী এন্ড ইনফর্মেশন অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  • ফার্স্ট ক্লাস নিয়ে যে কোনও বিভাগ থেকে স্নাতক উত্তীর্ণ এবং
  • লাইব্রেরী এন্ড ইনফর্মেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি
জুনিয়র ইঞ্জিনিয়ারসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  • ফার্স্ট ক্লাস B.E. / B. Tech. in Civil/Electrical Engineering ডিগ্রি অথবা Civil/Electrical Engineering -এ ফার্স্ট ক্লাস ডিপ্লোমা
SAS অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  • ফিসিকাল এডুকেশনে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি
  • ক্রীড়া/সঙ্গীত/নাটক/চলচিত্র/ফটোগ্রাফি/সাংবাদিকতাতে অংশগ্রহণ করে থাকতে হবে
সুপরিনটেনডেণ্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  • ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রিতে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ
  • কম্পিউটার চালানোয় দক্ষতা
পার্সোনাল অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬৩০ বছর
  • স্নাতক উত্তীর্ণ এবং শর্টহ্যান্ড -এ মিনিটে ১০০ টি শব্দ টাইপ করার দক্ষতা
স্টেনোগ্রাফারসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪২৭ বছর
  • দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং শর্টহ্যান্ড -এ মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা
সিনিয়র অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৪৩৩ বছর
  • দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা
  • কম্পিউটার চালানোয় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন
জুনিয়র অ্যাসিস্টেন্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ৩২৭ বছর
  • দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা
  • কম্পিউটার চালানোয় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন
ল্যাব এটেনডেণ্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ১২৭ বছর
  • দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
অফিস এটেনডেণ্টসপ্তম বেতন কমিশনের পে লেভেল ১২৭ বছর
  • দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ

 

বাছাই পদ্ধতি

  • লিখিত পরীক্ষা এবং দক্ষতা যাচাই (Skill Test) -এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

 

আবেদন পদ্ধতি

  • এ ক্ষেত্রে অনলাইনেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
  • এরপর ‘Non Teaching Staff Recruitment’ বিকল্পে ক্লিক করুন। এরপর এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। এর পাশাপাশি আবেদন করার লিঙ্কটিও দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আবেদন করুন। 

 

আবেদন করার ফি

  • ল্যাব এটেণ্ডেণ্ট এবং অফিস এটেণ্ডেণ্ট পদের ক্ষেত্রে গুলিতে আবেদনের ফি ৮০০ টাকা, এবং অন্যান্য পদ গুলিতে আবেদন ফি ১০০০ টাকা। 
  • তবে তফসিলী জাতি, তফসিলী উপজাতি, PWD, মহিলা, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না। 

 

আবেদনের শেষ তারিখ

  • এই পদের জন্য আবেদনপত্র ২৯ শে এপ্রিল, ২০২২ -বিকাল ৫ টা অবধি জমা করা যাবে।

 

অন্যান্য জিজ্ঞাস্য

  • এছাড়াও আপনার মনে এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান অথবা এখানে ক্লিক করে সরকারী বিজ্ঞাপনটি ডাউনলোড করুন।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel

 

বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।

Spread the love

Leave a Comment

ten + 9 =