পদ্মশ্রী পুরস্কার কেন দেওয়া হয়, পদ্মশ্রী পুরস্কার মূল্য, পদ্মশ্রী পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার কি, পদ্মশ্রী পুরস্কার 2023, পদ্মশ্রী পুরস্কারের মূল্য কত, পদ্মশ্রী পুরস্কার 2023 pdf, পদ্মশ্রী পুরস্কার ২০২৩, পদ্মশ্রী অর্থ কি, পদ্ম পুরস্কার 2023, পদ্ম পুরস্কার, পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়, পদ্ম পুরস্কার 2023 pdf, পদ্ম ভূষণ পুরস্কার, পদ্ম ভূষণ পুরস্কার ২০২৩, পদ্ম বিভূষণ পুরস্কার
ভারত সরকার দ্বারা ২০২৩ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করা হল। পদ্ম পুরস্কার কি, কেনো দেওয়া হয়, পুরস্কার মূল্যই বা কত – এইসব বিষয়ে বিস্তারিত জানতে পোস্টটি শেষ অবধি পড়ুন।
পদ্ম পুরস্কার কি
ভারতরত্নের পর ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো পদ্ম পুরস্কার। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকার এই পুরস্কার ঘোষণা করেন। পদ্ম পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়। এগুলি হলো – পদ্মশ্রী, পদ্মভূষণ, এবং পদ্মবিভূষণ।
পদ্ম পুরস্কার কেন দেওয়া হয়
জনসেবামূলক যে কোনও ক্ষেত্রের সঙ্গে যুক্ত কৃতিত্বকে সন্মান প্রদর্শনের উদ্দেশ্যে পদ্ম পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য। পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় উচ্চ স্তরের বিশিষ্ট সেবার জন্য। পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট সেবার জন্য।
প্রতি বছর পদ্ম পুরস্কার কমিটি পদ্ম পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করেন। প্রতি বছর প্রধানমন্ত্রী দ্বারা এই কমিটি গঠিত হয়। পদ্ম পুরস্কার গ্রহণ করার জন্য যে কোনও সাধারণ নাগরিকই মনোনয়ন জমা করতে পারেন, এমনকি নিজেও নিজের জন্য মনোনয়ন জমা করা যায়।
পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়
১৯৫৪ সাল থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রদান করা হচ্ছে।
পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ পুরস্কারের মূল্য কত
পদ্ম পুরস্কার মূল্য শূন্য। অর্থাত্, পদ্ম পুরস্কার প্রাপকগণ কোনও প্রকার আর্থিক পুরস্কার প্রাপ্ত হন না। তাঁদের ভারতের রাষ্ট্রপ্রতি সাক্ষরিত একটি শংসাপত্র, এবং মেডেল দেওয়া হয়। এই মেডেলটি তাঁরা কোনও সর্বজনীন এবং সরকারী অনুষ্ঠানে পরিধান করতে পারেন। এছাড়াও তাঁরা এই পুরস্কারকে উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন না।
পদ্ম পুরস্কার 2023
২০২৩ সালের পদ্ম পুরস্কার ভারত সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে।
পদ্ম বিভূষণ পুরস্কার ২০২৩
- শ্রী বলকৃষ্ণ দোশী
- শ্রী জাকির হোসেন
- শ্রী এস. এম. কৃষ্ণ
- শ্রী দিলীপ মহলানবিশ
- শ্রী শ্রীনিবাস বর্ধন
- শ্রী মুলায়ম সিং যাদব
সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের শ্রী দিলীপ মহলানবিশ ওআরএস (ORS) আবিস্কারের জন্য পদ্মবিভূষণ (মরণোত্তর) পুরস্কারে ভূষিত হতে চলেছেন।
পদ্ম ভূষণ পুরস্কার ২০২৩
- শ্রী এস. এল. ভায়রাপ্পা
- শ্রী কুমার মঙ্গলম বিড়লা
- শ্রী দীপক ধর
- শ্রী বাণী জয়রাম
- স্বামী চিন্না জিয়ার
- এম. এস. সুমন কল্যাণপুর
- শ্রী কপিল কাপুর
- এম.এস. সুধা মূর্তি
- শ্রী কমলেশ ডি পাটিল
পদ্মশ্রী পুরস্কার ২০২৩
এই বছর মোট ৯১ জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের মোট ৩ জন এবার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। এঁরা হলেন –
- এম.এস. প্রীতিকণা গোস্বামী
- শ্রী মঙ্গলাকান্তি রায়
- শ্রী ধনিরাম টোটো
এঁদের মধ্যে প্রীতিকণা গোস্বামী ও মঙ্গলাকান্তি রায় কলা বিভাগে বিশিষ্টতার জন্য এবং ধনিরাম টোটো সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হবেন।
পদ্ম পুরস্কার 2023 pdf
২০২৩ সালের সমস্ত পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা পেতে এখানে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।
আশা করি এই পোস্টটি আপনার কোনও উপকারে এসেছে। এই ধরণের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটিকে সাব্সক্রাইব করুন। এছাড়াও এই পোস্টটিকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: –