জিও এর এই প্ল্যানটি চালু করুন আর পেয়ে যান দুর্দান্ত ক্যাশব্যাক

মোবাইল কোম্পানী গুলি প্রতিযোগীতায় টিকে থাকার জন্য নিত্য নতুন অফার চালু করে থাকে। এসবই গ্রাহককে নিজেদের পরিষেবার সাথে যুক্ত রাখার কৌশল। কখনো কখনো তাদের অফার গুলি খুবই লোভনীয় হয়। এমনই একটি প্রলুদ্ধকারী অফার নিয়ে এসেছে রিলায়্যান্স জিও। আজকের দিনে ভারতের বেশীর ভাগ মোবাইল ব্যবহারকারীই জিও পরিষেবা ব্যবহার করেন। তাই অনেকেই এই দারুন অফারের লাভ নেওয়ার সুযোগ পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক, কী আছে প্ল্যানটিতে। 

 

জিও রিচার্জ করুন আর পেয়ে যান 20% ক্যাশব্যাক

রিলায়্যান্স জিও -এর এই অফারটির দরুণ আপনার জিও নম্বরটি রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন জিও মার্টে ২০% -এর ক্যাশব্যাক।

 

এই ক্যাশ ব্যাক পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে

এই ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে আপনার জিও নম্বরটি রিচার্জ করাতে হবে। শুধু তাই নয়। এই রিচার্জ করার কাজটি আপনাকে সম্পন্ন করতে হবে মাই জিও (My Jio) অ্যাপ্লিকেশনের মধ্যমে। এছাড়াও সব ধরনের প্ল্যানে আপনি এই সুবিধা পাবেন না। এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু প্ল্যানেরই রিচার্জ করাতে হবে। দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানে রিচার্জ করালে আপনি ক্যাশব্যাক পাবেন – 

  • ২৯৯ টাকার প্ল্যান
  • ৬৬৬ টাকার প্ল্যান
  • ৭১৯ টাকার প্ল্যান
  • ১৪৯৯ টাকার প্ল্যান
  • ২৫৪৫ টাকার প্ল্যান
  • ২৮৭৯ টাকার প্ল্যান
  • ২৯৯৯ টাকার প্ল্যান
  • ৩১১৯ টাকার প্ল্যান
  • ৪১৯৯ টাকার প্ল্যান

My Jio অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেভাবে রিচার্জ করবেন

  • প্রথম ধাপ: – আপনার মোবাইলে My Jio অ্যাপ্লিকেশনটি খুলুন। 
  • দ্বিতীয় ধাপ: – যে নম্বরটি রিচার্জ করতে চান তা বাছাই করুন। 
  • তৃতীয় ধাপ: – এরপর Recharge বিকল্পে ক্লিক করুন।
  • চতুর্থ ধাপ: – এরপর যে প্ল্যানটি রিচার্জ করতে চান তার পাশে ‘Buy’ বিকল্পে ক্লিক করুন। 
  • পঞ্চম ধাপ: – এখন আপনাকে পেমেণ্ট করতে হবে। এর জন্য যে মাধ্যমে পেমেণ্ট করতে চান তা নির্বাচন করে এগিয়ে যান। এখানে আপনি ইউপিআই, ডেবিট/ক্রেডিট কার্ড, ওয়ালেট -এর সাহায্যে পেমেণ্ট করতে পারবেন। 

 

আপনার পেমেণ্ট সম্পুর্ণ হয়ে গেলে আপনার জিও মার্ট অ্যাকাউন্ট-এ ২০% এর অফারটি চালু হয়ে যাবে। আপনি যখন জিও মার্টে অর্ডার করবেন ঔ অফারটি ব্যবহার করে ২০% ছাড় পাবেন। এক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে আর তা হলো। এক, আপনি যে মোবাইল নম্বরটি রিচার্জ করছেন, আপনার জিও মার্ট অ্যাকাউন্টও সেই নম্বর দিয়েই রেজিস্টার্ড থাকতে হবে। এছাড়াও রিচার্জ করার সময় আপনার বাছাই করা প্ল্যানের ওপরে ‘JIOMART MAHA CASHBACK‘ এই কথাটি লেখা আছে কিনা দেখে নিন। এটি লেখা থাকলে বুঝবেন অফারটি এখনও চালু আছে। 

 

আশা করি এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন তথ্য জানতে আমাদের অনুসরণ করুন। 

Spread the love

Leave a Comment