প্রায় দীর্ঘ ছয় বছর পর পশ্চিমবঙ্গে আবার সহকারী শিক্ষক পদে নিয়োগ হতে চলেছে। আজ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নম্বর 561/6982/CSSC/ESTT/2022 তারিখ 05.05.22 -এর এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই সম্পর্কিত সমস্ত বিবরণ যেমন কিভাবে আবেদন করা যাবে, এই সংক্রান্ত তারিখ, আবেদনের ফি, ফি জমা করার মাধ্যম, লিখিত পরীক্ষার তারিখ, কাউন্সেলিং -এর প্রক্রিয়া, এবং সম্ভাব্য শূন্যপদ, ইত্যাদি বিষয় সেই বিজ্ঞপ্তি তে উল্ল্যেখ থাকবে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর খুশীর হাওয়া পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মধ্যে। বিশেষত শিক্ষকতা যাঁদের স্বপ্ন এবং যাঁরা এতদিন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার অপেক্ষা করছিলেন স্বভাবতই তাঁরা অত্যন্ত খুশী। এখন দেখার এই বিষয়ে পরের বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়।
সরকারী বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক : – Trending Bangla Telegram Channel
বিভিন্ন চাকরীর তথ্য, এবং অন্যান্য খবর সবার আগে জানতে আমাদের এই পেজটির নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে এই ওয়েবসাইটে আমরা নতুন কোনও পোস্ট করলেই আপনি তা দেখতে পান।